Advertisement
Advertisement

Breaking News

ব্রিগেডে মোহন ভাগবতের সভার অনুমতি মিলল না, হাই কোর্টের দ্বারস্থ সংঘ

এই সভার অনুমতি না মেলায় সংঘ বনাম প্রশাসন টানাপোড়েন অব্যাহত।

State refused to permit Mohan Bhagwats rally in brigade ground, Sangh goes to HC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2017 3:07 pm
  • Updated:January 11, 2017 3:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ জানুয়ারি কলকাতায় ব্রিগেড ময়দানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবতকে সভা করার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তাই সভার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে সংঘ। যদিও এই সভার অনুমতি না মেলায় সংঘ বনাম প্রশাসন টানাপোড়েন অব্যাহত। জানা গিয়েছে, সেনার অনুমতি পাওয়া সত্ত্বেও কেন কলকাতা পুলিশ কেন অনুমতি দিল না সেই প্রশ্নে হাই কোর্টের দ্বারস্থ সংঘ।

তবে, আজ বুধবার এ বিষয়ে আদালতের রায় মিলতে পারে৷ পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে সংঘ প্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে কলকাতায় স্বয়ংসেবকদের নিয়ে একটি সমাবেশ করার কথা আগেই জানিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ সংঘের কলকাতা শাখার সহ-প্রচারপ্রমুখ অধ্যাপক দেবাশিস চৌধুরি জানিয়েছেন, “সভাটি অন্য একটি মাঠে করার কথা ছিল৷ কিন্তু বিশেষ কারণে সেই সভাটি আমরা ময়দানে সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলাম৷ সেই জন্য সেনাবাহিনীর প্রয়োজনীয় অনুমতিও পাওয়া গিয়েছে৷ কিন্তু গঙ্গাসাগর মেলার কারণে পুলিশ কর্মী পাওয়া যাবে না–এই যুক্তি দেখিয়ে সমাবেশের অনুমতি দিতে টালবাহানা করছে কলকাতা পুলিশ কর্তৃপক্ষ৷” বস্তুত, মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পূণ্যস্নান উপলক্ষে আগেই অতিরিক্ত পুলিশবাহিনী পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে বাবুঘাট-সহ ময়দানে সাধু-সন্ন্যাসী ও পূণ্যার্থীদের ভিড় জমেছে। সেখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে রাজ্য সরকার। সেই কারণ দেখিয়েই ব্রিগেড ময়দানে সংঘের সভার নিরাপত্তার জন্য পুলিশবাহিনী দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার তার সমস্যার কথা জানিয়ে দিয়েছে। কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন, হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের সভা বলেই রাজ্য টালবাহানা করছে। এই সভার ভবিষ্যৎ কলকাতা হাই কোর্ট এদিন কী রায় দেয় তার উপরই নির্ভর করছে।

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ