Advertisement
Advertisement

রহস্যজনকভাবে নিখোঁজ স্কটিশ চার্চ স্কুলের ছাত্র

অভিযোগ, ২৯ দিন সাসপেন্ড ছিল পড়ুয়া, পরিবারকে জানাননি শিক্ষকরা৷

Student of Scottish Church School missing, family blames teachers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 5, 2016 4:11 pm
  • Updated:September 5, 2016 4:11 pm

স্টাফ রিপোর্টার: রহস্যজনকভাবে উধাও স্কটিশ চার্চ স্কুলের দশম শ্রেণির এক ছাত্র৷ শনিবার সকালে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি বিশ্বেশ্বর পাল৷ রবিবার রাত পর্যন্ত তার কোনও হদিশ না পাওয়ায় বটতলা থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে ওই ছাত্রের পরিবারের তরফে৷

নিখোঁজ ছাত্রের বাড়ি ফুলবাগান এলাকায়৷ শনিবার সকালে অন্যান্য দিনের মতোই সে স্কুলের নাম করে বাড়ি থেকে বের হয় বিশ্বেশ্বর৷ তারপর থেকেই নিখোঁজ সে৷ ঘটনার জেরে সোমবার সকালে স্কুলে বিক্ষোভ দেখান ছাত্রের বাড়ির লোকজন৷ তাঁদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতেই তাঁদের ছেলেকে কেউ অপহরণ করেছে৷ যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই ছাত্রকে স্কুলে আসতে বারণ করা হয়েছিল৷ শুধু পরীক্ষার সময় তাকে আসতে বলা হয়েছিল৷ টানা ২৯ দিন ধরে সাসপেন্ড ওই পড়ুয়া৷

Advertisement

যদিও তা মানতে নারাজ ওই ছাত্রের পরিবারের সদস্যরা৷ পরিবারের সদস্যদের দাবি, তাঁরা বিষয়টি কিছুই জানতেন না৷ স্কুলের তরফেও পরিবারকে কিছু জানানো হয়নি৷ শনিবার গোটা দিন যায়৷ রবিবারও সে বাড়ি না ফেরায় তার পরিবারের তরফে থানায় অভিযোগ করা হয়৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে৷ কী কারণে সে নিখোঁজ হল বা কেউ তাকে অপহরণ করল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ ওই ছাত্রের বন্ধু-বান্ধবকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে৷

Advertisement

এদিকে সোমবার সকাল থেকেই বিশ্বেশ্বরের পরিবারের লোকেরা এসে স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ তাঁদের দাবি, তাঁদের ছেলে স্কুলে এসেছিল৷ তাই সে কোথায় গেল না গেল তা দেখার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের৷ স্কুলের তরফে সেই দায়িত্ব কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না৷ স্কুল কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছে, স্কুলের শৃঙ্খলা না মানায় ওই ছাত্রকে তারা আসতে বারণ করেছিল৷ বলা হয়েছিল, শুধুমাত্র পরীক্ষা দিতে যেন সে আসে৷ তাই ওই ছাত্র কোথায় গেল তা তাদের জানার কথা নয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ