Advertisement
Advertisement

Breaking News

প্রিন্সিপালের পদত্যাগের বিরোধিতায় শিক্ষামন্ত্রীর দ্বারস্থ স্কটিশের পড়ুয়ারা

অপমানিত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন অমিত বাবু৷

Student unrest in Scottish Church college
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2016 6:28 pm
  • Updated:August 30, 2016 6:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও অশান্তি স্কটিশ চার্চ কলেজে৷ এবার বর্তমান প্রিন্সিপাল অমিত আব্রাহামকে ফিরিয়ে আনতে বিক্ষোভে সামিল হলেন স্কটিশের পড়ুয়ারা৷ সোমবার রাতে রীতিমতো কলেজের গেটের মুখে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা৷ তাঁদের দাবি, শিক্ষক হিসাবে খুবই ভাল অমিত আব্রাহাম৷ তিনি ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য নানা ধরনের চেষ্টাও করেছিলেন৷ কিন্তু অধ্যাপকদের একাংশ তাঁকে কাজে বাঁধা দিচ্ছেন এবং তাঁকে অমান্য করছেন৷ আর সেই জন্যই অপমানিত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন অমিত বাবু৷

প্রসঙ্গত, গত ২২ আগস্ট তিনি পদত্যাগ করার জন্য আবেদন জানালে ছাত্র-ছাত্রীরা এর প্রবল বিরোধিতা করেন৷ তাঁরা চান অমিত বাবুই প্রিন্সিপাল হিসাবে কলেজে থাকুন৷ যদিও ছাত্র-ছাত্রীদের প্রতি ভালবাসা থাকলেও নিজের সিদ্ধান্তে অনড় অমিত আব্রাহাম৷ সংবাদমাধ্যমকে নিজের পদত্যাগের কারণ না জানালেও, শোনা যাচ্ছে, স্কটিশের প্রাক্তন প্রিন্সিপাল জন আব্রাহামের লবির কিছু অধ্যাপক অমিত আব্রাহামের কাজে নানাধরনের বাধা সৃষ্টি করছেন৷ আর তারজন্যই পদত্যাগ করতে চান তিনি৷

Advertisement

মঙ্গলবার প্রিন্সিপালকে ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের দ্বারস্থ হন স্কটিশের পড়ুয়ারা৷ জানা গিয়েছে, স্কটিশের অধ্যাপকরাও ইতিমধ্যেই দেখা করেছেন পার্থ বাবুর সঙ্গে৷ গত কয়েকদিন ধরে চলা ছাত্র বিক্ষোভ নিয়ে তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ