Advertisement
Advertisement

Breaking News

রাজপথে বিনা হেলমেটে ছাত্ররা, দর্শক পুলিশ

এমনই দৃশ্য দেখা গেল শুক্রবার শহরের রাজপথে৷

Students are Without helmet while policemen are mere spectators
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 26, 2016 3:17 pm
  • Updated:August 26, 2016 5:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশেই বিনা হেলমেটে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে সদস্য-সমর্থকরা৷ আর তাদের দেখে রীতিমতো দর্শকের ভূমিকায় কলকাতা পুলিশ৷ এমনই দৃশ্য দেখা গেল শুক্রবার শহরের রাজপথে৷ এদিন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সমাবেশের আয়োজন ছিল৷ সেই সমাবেশে প্রধান বক্তা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সেই সমাবেশে যোগ দিতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে বাইকে করে এসেছে বহু সদস্য-সমর্থক৷ কিন্তু চোখে পড়ল এক অন্য দৃশ্য৷ বাইক ব়্যালিতে কারওরই মাথায় হেলমেট নেই৷

যেখানে কিছুদিন আগেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন, বিনা হেলমেটে বাইক চালালে শুধু শহরে কেন, রাজ্যের কোথাও পেট্রোল পাম্প থেকে তেল দেওয়া হবে না৷ সেখানে তাঁরই আহ্বানে আসা ছাত্র-যুবরা বিনা হেলমেটেই শহরের রাজপথ দাপিয়ে বেড়াল৷ আর দর্শক ভূমিকায় দেখা গেল উর্দিধারী পুলিশকর্তাদের৷ অথচ মুখ্যমন্ত্রীরই নির্দেশ ছিল, বিনা হেলমেটে দেখলেই পুলিশ যেন কড়া পদক্ষেপ নেয় বাইকারদের উপর৷ সেই পুলিশই কি না শেষে দর্শক হয়ে গেল৷ গোটা রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হেলমেট বাধ্যতামূলক করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন সেখানে অনুশাসনের তোয়াক্কা না করে নিয়ম ভাঙার খেলায় মেতেছে ছাত্র-যুবরা৷ পুলিশেরও আইন অমান্য হতে দেখে কোনও হেলদোল দেখা গেল না৷ দলীয় উচ্ছ্বাস কখনও কখনও প্রশাসনিক অনুশাসনেরও ঊর্ধ্বে চলে যায় তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ