Advertisement
Advertisement

Breaking News

Sealdah south

সিগন্যালিংয়ের সমস্যা, অফিস টাইমে ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল

চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের।

Suburban train services halted on Sealdah south line
Published by: Subhajit Mandal
  • Posted:April 9, 2021 9:17 am
  • Updated:April 9, 2021 9:54 am

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সিগন্যালিংয়ের সমস্যা। অফিস টাইমে ব্যাহত শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সম্পূর্ণ বন্ধ ছিল পরিষেবা। এক ঘণ্টা বাদে আংশিকভাবে তা চালু করার চেষ্টা করছে রেল। পরিষেবা ব্যাহত হওয়ার জেরে বহু নিত্যযাত্রীকে নাকাল হতে হচ্ছে। বিশেষ করে অফিস যাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর, শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ (Ballygunge) স্টেশনে সিগন্যালে সমস্যা থাকার কারণে এদিন সকাল ৮টা নাগাদ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আপ বা ডাউন কোনও লাইনেই ট্রেন চলছিল না। যার ফলে সোনারপুর, ক্যানিং, বারুইপুর, ডায়মন্ডহারবার, লক্ষীকান্তপুর, নামখানা এবং বজবজ লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। প্রায় প্রতিটি স্টেশনেই বহু যাত্রীর ভিড় জমে গিয়েছে। আটকে বহু ট্রেন। রেলের পদস্থ আধিকারিক ও টেকনিশিয়ানরা দ্রুত সিগন্যাল ব্যবস্থায় কাজ করছে। সকাল ৯ টার পর আংশিক পরিষেবা চালু করা গেলেও তা পর্যাপ্ত নয়।

Advertisement

[আরও পড়ুন: রুদ্রনীল ঘোষের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ইটবৃষ্টিতে রণক্ষেত্র চেতলা]

আগামীকাল দক্ষিণ শহরতলির বেশ কিছু বিধানসভা এলাকার ভোট। এদিন সাতসকালে ট্রেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন ভোটকর্মীরাও। গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়ছেন তারাও। অন্যদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বাস-অটো গুলিতে বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। অটো স্ট্যান্ডগুলিতে দীর্ঘ লাইন চোখে পড়ছে। যা ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে উদ্বেগজনক।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ