BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় ফের ‘কালীঘাটের কাকু’কে তলব, সোমবার হাজিরার নির্দেশ

Published by: Sayani Sen |    Posted: March 18, 2023 3:07 pm|    Updated: March 18, 2023 3:15 pm

Sujay Krishna Bhadra again summoned by CBI । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ফের ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব সিবিআইয়ের। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এর আগে গত বুধবারই তাঁকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতি প্রথম ‘কালীঘাটের কাকু’র নাম প্রকাশ্যে আনেন। দাবি করেন, ‘কালীঘাটের কাকু’ অর্থাৎ সুজয়প্রসাদ ভদ্রের টাকা পাঠাতে হত বলেই তাঁর কাছে জানান কুন্তল ঘোষ। পরে রাজ্যের বিরোধী দলনেতার টুইটেও উঠে আসে ‘কালীঘাটের কাকু’র প্রসঙ্গ।

[আরও পড়ুন: দুর্নীতির দাগ মোছার চেষ্টা? সিসোদিয়া-সত্যেন্দ্র জৈনদের বাংলো খালির নোটিস দিল AAP সরকার]

এরপরই তদন্তকারীদের স্ক্যানারে চলে আসেন সুজয়প্রসাদ। তাঁকে ইতিমধ্যেই জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আরও একবার আগামী সোমবার তাঁকে তলব করেছে সিবিআই। ওইদিন সকাল সাড়ে ১০টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সুজয়প্রসাদ ভদ্রকে তাঁর স্ত্রী এবং মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। ওইদিন জেরায় কোনও বিস্ফোরক তথ্য সামনে আসে কিনা, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: শান্তনুর সম্পত্তির খোঁজে হুগলি জুড়ে তল্লাশি ইডির, বাড়ির তালা ভেঙে ঢুকলেন আধিকারিকরা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে