Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

মিড ডে মিলে ‘দুর্নীতি’র তদন্তে CBI দাবি শুভেন্দুর, পালটা ব্রাত্যর

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিআই তদন্তের সুপারিশ করেছেন বলেই দাবি শুভেন্দুর।

Suvendu Adhikari alleges Mid-day meal scam, demands CBI probe । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 25, 2023 11:41 am
  • Updated:November 25, 2023 11:41 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক, পুরনিয়োগ, রেশন দুর্নীতি মামলার পর এবার মিড ডে মিলেও কারচুপির অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিআই তদন্তের সুপারিশ করেছেন বলে এক্স হ্যান্ডেলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর দাবির কড়া সমালোচনা করেছে তৃণমূল। শুভেন্দুকে কড়া জবাব শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর।

শুক্রবার কৃষ্ণনগরে যান দলীয় কর্মসূচিতে যান শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকে মিড ডে মিলের দুর্নীতি প্রসঙ্গে সরব হন তিনি। বলেন, “মিড ডে মিলে সিবিআই হয়ে গিয়েছে। আমি এক বছর লেগেছিলাম। এবার বিডিও-ডিএমরা কোথায় যাবেন?” এর পরই X হ্যান্ডলে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু লেখেন, “আমরা যে কোনও প্রকল্পে যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। তবে ‘এজেন্সি পলিটিক্স’ লজ্জার।”

Advertisement

[আরও পড়ুন: ‘ভোটার তালিকায় নাম তুলুন রাজ্যে থাকা বাংলাদেশিরা’, বারাসতের তৃণমূল নেত্রীর মন্তব্যে বিতর্ক]

ব্রাত্য আরও লেখেন, “১৩ তম জেআরএমের একমাত্র প্রতিনিধির রিপোর্ট খুব তাড়াহুড়ো করে জমা দেওয়া হয়েছিল। যেখানে ১০০ কোটির ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। যৌথ পর্যালোচনা মিশনকে (জেআরএম) কেন্দ্রীয় প্রতিনিধিদের দেওয়া রিপোর্টে ১০০ কোটি টাকা গরমিলের উল্লেখ করা হয়েছে। সেখানে সই নেই রাজ্যের প্রতিনিধির। দুর্নীতি নয়, সাশ্রয় হয়েছে ওই প্রকল্পে। ১৮.৮ কোটি টাকা সাশ্রয় করেছে রাজ্য সরকার।”

Advertisement

উল্লেখ্য, ২০০৮ সালে চালু হয়েছিল পিএম পোষণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় সরকারি বা সরকারি পৃষ্ঠপোষকতায় চলা একাধিক স্কুল। ওই স্কুলগুলিতে পাঠরত প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের রান্না করা খাবার দেওয়া হয়। তা নিয়েই তুঙ্গে শাসক-বিরোধী তরজা।

[আরও পড়ুন: ঐশ্বর্য ঘর ছাড়তেই মেয়ে শ্বেতাকে ‘প্রতীক্ষা’ উপহার অমিতাভের, বিগ বির এই বাংলো নিয়েই যত অশান্তি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ