রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রবীন্দ্রজয়ন্তীকে সামনে রেখে ফের একমঞ্চে বঙ্গ বিজেপি নেতৃত্ব। গেরুয়াপন্থী সংগঠন ‘খোলা হাওয়া’র অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকরা। সোমবারই রাতে রাজ্যে আসছেন অমিত শাহ। একাধিক কর্মসূচির পাশাপাশি মঙ্গলবার তিনিও যোগ দেবেন সায়েন্স সিটি অডিটোরিয়ামের অনুষ্ঠানে।
২৫ বৈশাখ বিকেলে সায়েন্স সিটিতে রবীন্দ্রজয়ন্তী পালনের আয়োজন করেছে ‘খোলা হাওয়া’। ঋতুপর্ণা সেনগুপ্ত ও তনুশ্রী শংকরের নাচ, সোমলতা আচার্য-মেধা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক শিল্পীর গান ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিই মূল বক্তা। শাহ কী বার্তা দেন, সেদিকেই নজর সকলের।
‘খোলা হাওয়া’র সভাপতি স্বপন দাশগুপ্ত। ‘খোলা হাওয়া’র আহ্বায়ক বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, জন বার্লা, লকেট চট্টোপাধ্যায়, ডঃ সুভাষ সরকার, শান্তনু ঠাকুর। অমিত শাহ নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে কথা। তাই অনুষ্ঠানে যাতে এতটুকুও না ভুলত্রুটি থাকে, সেদিকে বিশেষ নজর রেখেছেন ‘খোলা হাওয়া’র সদস্যরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.