Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

সরতে হবে সুকান্তকে, বঙ্গ বিজেপির সভাপতিত্বে শুভেন্দু! কোন ভূমিকায় দিলীপ ঘোষ?

কে হবেন বিরোধী দলনেতা?

Suvendu Adhikari likely to be appointed as Bengal BJP president | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 22, 2022 9:38 am
  • Updated:October 22, 2022 11:41 am

স্টাফ রিপোর্টার: রাজ‌্য বিজেপির সভাপতি হতে চলেছেন শুভেন্দু অধিকারী। নভেম্বর-ডিসেম্বরেই ঘোষণা হবে। শুভেন্দু বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন। বিরোধী দলনেতা হবেন মনোজ টিগ্গা। মনোজ বর্তমানে বিজেপির পরিষদীয় দলের মুখ‌্য সচেতক। আর বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সম্পাদক পদে যাবেন। সংসদীয় দলের কোনও পদও তাঁকে দেওয়া হতে পারে। এখন বঙ্গ বিজেপিতে যে সব সাংগঠনিক রদবদলগুলো চলছে সেই প্রক্রিয়ার একদম শেষ পর্যায়ে এই ঘোষণা হবে বলে দলীয় সূত্রে খবর।

শুভেন্দুকে রাজ‌্য সভাপতি পদে নিয়ে আসার বিষয়টি নিয়ে দলের নয়া পর্যবেক্ষকরা ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ বসে ঠিকঠাক করে ফেলেছেন বলে জানা গিয়েছে। এবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে কথা বলে চূড়ান্ত সবুজ সংকেত নেওয়া হবে। বঙ্গ বিজেপির রাজ‌্য সভাপতি পদে সুকান্তর বদলে শুভেন্দুর আসা কার্যত নিশ্চিত।

Advertisement

[আরও পড়ুন: FATF-এর ধূসর তালিকা থেকে বাদ পাকিস্তান, আমেরিকার হাত ধরেই কি ‘শাপমুক্তি’?]

কিন্তু এখানে একটা বড় মহল ও আরএসএস (RSS) চাইছে দলের প্রাক্তন রাজ‌্য সভাপতি তথা বর্তমানে সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে বাংলায় সক্রিয় করতে। সেই ফর্মুলার জট এখনও খোলেনি। কারণ, একটা মহল মনে করে, সুকান্ত বা শুভেন্দু (Suvendu Adhikari) সর্বস্তরের আদি বিজেপিকে নিয়ে চলতে পারছেন না। বা আদি বিজেপির নেতা-কর্মীদের কাছে পৌঁছতে পারছেন না। যেটা দিলীপ করতে পারেন। আদি বিজেপির নেতা-কর্মীদের বড় অংশই প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষকে পছন্দও করে। আরএসএস চাইছে দিলীপ ঘোষকে সক্রিয় করতে। দিল্লি বলছে, দিলীপ সর্বভারতীয় সহ-সভাপতিই থাক। সহ-সভাপতি পদে রেখেই বাংলায় কোনও বাড়তি দায়িত্ব দিলীপ ঘোষকে (Dilip Ghosh) দেওয়া যায় কি না সেটা খতিয়ে দেখছে কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ, এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে আদি-নব‌্য দ্বন্দ্ব চরমে। একাধিক কমিটিতে পুরনো ও যোগ‌্য নেতাদের জায়গা দেওয়া হচ্ছে না বলে দলের মধ্যে ক্ষোভ।

Advertisement

ইতিমধ্যে বঙ্গ বিজেপির (WB BJP) কোর কমিটি ঘোষণা হয়েছে। যেখানে জায়গা না পেয়ে সরাসরি রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ‌্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে নিশানা করে তাঁদের ‘অযোগ‌্য’ নেতা বলে বেনজির আক্রমণ করেছেন দলেরই সাংসদ সৌমিত্র খাঁ। আবার জোন ও বিভাগের দায়িত্ব বণ্টন নিয়েও ক্ষোভ শুরু হয়েছে। দলের কোন্দল যেভাবে বেআব্রু হয়ে পড়েছে, পঞ্চায়েত ভোটের আগে ভাবাচ্ছে কেন্দ্রীয় নেতাদের। তবে রদবদলের প্রক্রিয়া জারি রেখেছে শীর্ষ নেতৃত্ব। বঙ্গ বিজেপির খোলনলচে বদলাতে চায় দিল্লি। সেই মতো পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গ বিজেপির সংগঠনে আরও রদবদল করবে কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই প্রক্রিয়ার মধ‌্য দিয়েই নভেম্বর-ডিসেম্বরের মধ্যে রাজ‌্য সভাপতি পদে শুভেন্দু অধিকারীকে আনা হবে বলেই সূত্রের খবর।

[আরও পড়ুন: শচীন তেণ্ডুলকর, লতার মঙ্গেশকরের সঙ্গে মমতার তুলনা! এবার বিতর্কে রাজ চক্রবর্তী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ