Advertisement
Advertisement

পুজোর মুখে ভাড়া বাড়ছে মেট্রোর! বিকল্প পথেও আয় বাড়ানোর ভাবনা

রেল বোর্ডের সিদ্ধান্তের পরই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে মেট্রো রেল সূত্রে খবর৷

Swanky ads, luxury stores to boost Kolkata Metro earning
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2018 4:22 pm
  • Updated:July 25, 2018 4:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগেই ভাড়া বাড়াচ্ছে মেট্রো রেলের? আয় বাড়াতে মেট্রো রেল কর্তৃপক্ষের তৎপরতা শুরু হতেই বাড়ছে জল্পনা৷ যাত্রী ভাড়া বাড়ানোর পাশাপাশি বিকল্প পথেও আয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ যাত্রী ভাড়া বাড়ানোর বিষয়ে ইতিমধ্যেই রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়৷

[একই টিকিটে বাস-মেট্রো-লঞ্চে চড়ার সুযোগ মিলবে শহর কলকাতায়]

ইতিমধ্যেই আয় বাড়াতে জোর তৎপরতা শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ বিকল্প উপায়ে কীভাবে আয় বাড়ানো যায়, তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনাও ছকে ফেলেছে মেট্রো রেল৷ কর্পোরেটের আদলে এবার মেট্রো স্টেশনগুলি ঢেলে সাজানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে খবর৷ তবে, বিকল্প পথে আয় বাড়ানোর পাশাপাশি ঠিক কত যাত্রী ভাড়া বাড়ানো হবে  তা এখনও নির্ধারণ করা যায়৷ রেল বোর্ডের সিদ্ধান্তের পরই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে মেট্রো রেল সূত্রে খবর৷

Advertisement

এমনিতেই পরিষেবার মান কমতে শুরু করেছে৷ দিনে দিনে বাড়ছে যাত্রী অসন্তোষ৷ সন্ধ্যার পর থেকে অনিয়মিত পরিষেবা নিয়েও যাত্রী মহলে ক্ষোভ তৈরি হয়েছে৷ যাত্রী অসন্তোষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে পরিষেবার খরচের বহর৷ এই মুহূর্তে ১০০ টাকা উপার্জন করতে মেট্রো রেল কর্তৃপক্ষের খবর করতে হয় ২৬৮ টাকা৷ ফলে, খবরের বহর বাড়তে থাকায় এবার আয়ের বাড়ানোর পথে হাঁটতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷

Advertisement

[মেডিক্যাল কলেজের পড়ুয়াদের বিজয় মিছিল, শামিল বিশিষ্টজন-প্রাক্তনীরাও]

জানা গিয়েছে, বিকল্প পথে আয় বাড়ানোর জন্য মেট্রো স্টেশনগুলিকে ছোটখাটো শপিং মলের চেহারা দেওয়া হবে৷ খাবারের দোকান, কেনাকাটা, বিনোদন ও ফ্রি ওয়াই-ফাইয়ের মধ্যমে বিজ্ঞাপন ও ভিডিও বিজ্ঞাপন মেট্রোর মধ্যে বিজ্ঞাপন সাঁটিয়ে ও সর্বক্ষণের বিনোদনমূলক আয়োজনের ব্যবস্থা করে আয় বাড়ানোর প্রস্তাব দিয়ে আইআইএম জোকা৷ আইআইএম জোকার প্রস্তাব রিপোর্ট আকারে রেল বোর্ডের কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়৷

পুজো ও লোকসভা নির্বাচনের আগে ভাড়া বাড়িয়ে যাত্রীদের রোষের মুখে পড়তে পারে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ কারণ, এমনিতেই বেশি মূল্য দিয়েই যাত্রীরা মেট্রো পরিষেবা নিয়ে থাকেন৷ তার উপর দিনে দিনে পরিষেবার মান কমতে থাকায় এমনিতেই যাত্রী ক্ষোভ বাড়ছে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাড়া বাড়ানোর ঝুঁকি নিয়ে আদৌ সঠিক সিদ্ধান্ত নিল রেল? প্রশ্ন সাধারণ যাত্রী৷ ভাড়া বাড়লে মান বাড়বে তো  পরিষেবার?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ