Advertisement
Advertisement
Temperature decrease 3 degree

শীতবিলাসীদের জন্য সুখবর, মরশুমের শীতলতম দিনে কলকাতায় একধাক্কায় কমল ৩ ডিগ্রি তাপমাত্রা

আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে এই আবহাওয়া।

Temperature decrease 3 degree in Kolkata ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 19, 2020 12:49 pm
  • Updated:December 19, 2020 1:09 pm

নব্যেন্দু হাজরা: মাঝ ডিসেম্বরে সেভাবে ঠান্ডার দেখা না মেলায় যথেষ্ট হতাশ হয়েছিলেন শীতবিলাসীরা। তবে শনিবার বদলে গেল আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, হু হু করে নামছে পারদ। শনিবার মরশুমের শীতলতম দিন। আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে এই আবহাওয়া (Weather)। তবে রাত থেকে তা বদলাতে পারে।

কুয়াশা কাটতেই জাঁকিয়ে ঠান্ডার পরশ। তাপমাত্রা নামতে শুরু করেছে, আগামী দু’দিনে আরও নামবে। মঙ্গলবার পর্যন্ত কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা। শুক্রবার রাতে রাঢ়বঙ্গে বহু জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে গিয়েছে। সব মিলিয়ে আগামী চার দিন প্রথম শীতের কামড় টের পাবেন রাজ্যবাসী। অন্তত হাওয়া অফিসের তেমনই হিসাব। শনিবার মরশুমের শীতলতম দিন।

Advertisement

[আরও পড়ুন: বাংলা দখলে মরিয়া বিজেপি, ২ দিনের সফরে কলকাতায় পৌঁছলেন অমিত শাহ]

এই মুহূর্তে তামাম উত্তর ভারতজুড়ে চলছে শৈত্যপ্রবাহ। তার হিমেল পরশ বঙ্গে পৌঁছতেই পারদ নামার পালা। হাওয়া অফিস জানাচ্ছে, মাঝ ডিসেম্বর পার করে শনিবার থেকে শীতের কনকনে ভাব মালুম হবে। বস্তুত শুক্রবার রাতেই বহু জেলা ঠান্ডায় কেঁপেছে। তুলে রাখা লেপ কম্বল রাতারাতি জড়াতে হয়েছে গায়ে। তবে বড়দিনের আগে এই জাঁকালো শীতের আঁচে জনমনে খুশির আমেজও কম নয়। এবছর ঠান্ডা এমনিতেই অনেকটা দেরিতে পড়ল। তবে কতদিন স্থায়ী হয়, এখন সেটাই দেখার। আবহাওয়া অফিস জানাচ্ছে, সোমবার পর্যন্ত পারদ নামলেও মঙ্গলবার রাত থেকে কলকাতা ফের গরম হতে পারে। কারণ, সোমবার থেকেই জম্মু ও কাশ্মীরে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। ফলে রুদ্ধ হতে পারে বরফ-ছোঁয়া উত্তুরে হওয়ার গতিপথ।

Advertisement

তা সত্ত্বেও শনি থেকে মঙ্গল জাঁকিয়ে শীতের পর্ব হয়তো আসতে চলেছে রাজ্যে, উত্তর-পশ্চিম ভারতের শীতল বাতাসের সুবাদে। যা কিনা মধ্যভারত পার হয়ে পূর্ব ভারতে জাঁকিয়ে ঠান্ডার পরিস্থিতি তৈরি করেছে। হাওয়া অফিসের অনুমান, দু’-তিন দিনের মধ্য ভারতের মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি নেমে যেতে পারে। সোমবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নামতেই থাকবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এ রাজ্যও ব্যতিক্রম হবে না। আর কলকাতায় যা তাপমাত্রা থাকবে, জেলায় স্বাভাবিকভাবেই থাকবে তার থেকে দু’-তিন ডিগ্রি কম।

[আরও পড়ুন: কেন্দ্রের সঙ্গে বৈঠকেও কাটল না জট, তিন IPS অফিসারকে ডেপুটেশনের বিরোধিতায় অনড় রাজ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ