Advertisement
Advertisement

Breaking News

কমবে বৃষ্টি, সপ্তাহের শুরুতেই কনকনে ঠান্ডায় ফের কাঁপবে কলকাতা

উত্তরের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি।

Temperature likely to fall from tomorrow predicts by weather department.
Published by: Paramita Paul
  • Posted:January 4, 2020 11:48 am
  • Updated:January 4, 2020 12:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই মুখ থুবড়ে পড়েছিল হাড় কাঁপানো শীত। বৃষ্টির ভ্রূকুটি কাটতেই রবিবার থেকে ফের কনকনে ঠান্ডা ফিরতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। শনিবার কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে।  

চলতি মরশুমে পর্যটকদের জন্য একের পর এক উপহার সাজিয়ে রেখেছে পাহাড়ের রানি। এদিন সকাল থেকেই ঝকঝকে আবহাওয়া ছিল দার্জিলিংয়ে। শুক্রবারই বরফের সাদা চাদরে ঢেকেছিল সন্দাকফু। বরফ পড়েছিল সিকিমের লাচেন-সহ একাধিক এলাকায়। কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে হাড় কাঁপানো ঠান্ডায় লেপ-কম্বল ছেড়ে ভোররাতে টাইগারহিল যেতে গড়িমসি করেন অনেকেই। এদিন সকালের ঝকঝকে আবহাওয়ায় ম্যালে বসে কফির কাপে চুমুক দিতে দিতে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখেছেন তাঁরা। ম্যালে রীতিমতো ভীড় জমে গিয়েছিল সকালে। যদিও বেলা বাড়তেই মেঘের আড়ালে মুখ ঢাকে সে। পর্যটকদের জন্য আরও সুখবর শোনাচ্ছেন আবহাওয়া দপ্তর। গত কয়েকদিনের তুলনায় উষ্ণতা বেড়েছে পাহাড়ের। শনিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি। গত কয়েকদিনের চেয়ে তাপমাত্রা বাড়লেও তুষারপাত হতেই পারে। আবহাওয়া অনুকূল রয়েছে। সব ঠিক থাকলে আজই মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকতে পারে দার্জিলিং। বরফ পড়তে পারে সিকিমে্ও। প্রসঙ্গত, গত বছরও বরফ পড়েছিল দার্জিলিংয়ে।

Advertisement

Advertisement

[আরও পড়ুন : কাপড়ের ব্যবসার ‘কোড’ ব্যবহার করে জাল নোটের কারবার, উদ্ধার নগদ ৭ লক্ষ]

এদিকে কলকাতায় শীতের কামড় আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত এ শহরের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ফারাক নেই খুব একটা। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি নেমে ১৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। ফলে শনিবার দিনই শীত অনুভূত হবে। আবহবিদদের জানিয়েছেন, রবিবার থেকে কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলায় তাপমাত্রার পারদ ফের নামতে শুরু করবে। জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনাও প্রবল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ