Advertisement
Advertisement

Breaking News

মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের আইনি অধিকার, স্বীকৃতি হাই কোর্টের

খারিজ স্যাটের রায়৷

The DA rights of government employees, recognition High Court
Published by: Kumaresh Halder
  • Posted:August 31, 2018 2:46 pm
  • Updated:August 31, 2018 2:46 pm

শুভঙ্কর বসু: মহার্ঘভাতা সরকারি কর্মীদের আইনি অধিকার৷ শুক্রবার ডিএ মামলার শুনানির শেষে এমনটাই জানাল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ একইসঙ্গে পুরনো রায় খারিজ করে ফের স্যাটেই মামলা ফেরানোর নির্দেশ আদালতের৷

[মানুষের গড় আয়ু ১৪০! ডাক্তারবাবুদের আশ্বাসে সেঞ্চুরির পথে অন্নপূর্ণা]

একটি মামলার শুনানিতে স্যাট জানিয়েছিল, ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার নয়৷ এটি সরকারের দয়ার দান৷ শুক্রবার স্যাটের এই রায় খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট৷ স্যাটের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মী সংগঠন৷ টানা ১৭ মাস ধরে মামলার শুনানি চলে বিচারপতি দেবাশিস করগুপ্তর ডিভিশন বেঞ্চে৷ শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল বেঞ্চ৷ এদিন সেই মামলার রায় ঘোষণা করে আদালত জানিয়ে দিল ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার৷

Advertisement

[এনজিও-র হস্টেলে মহিলা কর্মীর শ্লীলতাহানি, গ্রেপ্তার তরুণ গবেষক]

Advertisement

রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে স্যাটের রায় খারিজ করে আজ ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার৷ রাজ্য সরকার তা দিতে বাধ্য৷ ২০০৯ সালের রোপা আইন অনুসারে রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারী বলেও এদিন সাফ জানিয়ে দেওয়া হয়৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের কোনও বৈষম্য নেই বলেও মন্তব্য করে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ৷ ২০০৮ সাল থেকে পে-কমিশনের সুপারিশ মেনে ডিএ দেওয়া হয়েছিল, তাই ডিএ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত করা যাবে না বলেও আশ্বস্ত করা হয়৷ স্যাটের রায়কে তীব্র সমালোচনা করে বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের আইনি অধিকার, তা তাঁদের প্রাপ্য৷

[ভারভারা রাওয়ের গ্রেপ্তারির প্রতিবাদ, শুক্রবার দিনভর অনশনে মাও বন্দিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ