স্টাফ রিপোর্টার: ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজে জোরকদমে প্রস্তুতি শুরু করল রাজনৈতিক দলের শীর্ষস্তরে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কেন্দ্রের শাসক বিজেপি যেমন প্রার্থীদের নাম নিয়ে ঝাড়াই-বাছাই শুরু করেছে, তেমনই তৎপরতা রয়েছে বাম ও কংগ্রেস শিবিরে। সোমবার সন্ধ্যায় বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা নিয়ে বৈঠক করেছেন। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা ছিল বিজেপি-র। অন্যদিকে, বুধবার প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা রয়েছে বামেদের। বামফ্রন্টের সঙ্গে আসন-রফা হলেও অবশিষ্ট আসনে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন স্বয়ং রাহুল গান্ধী। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের তরফে রাহুলের কাছে প্রার্থীদের নামের সুপারিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবার বেলায় নবান্নের তিনতলায় খোলা হয়েছে বিশেষ নির্বাচনী সেল। নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের যোগসূত্র রাখবে এই সেল।
[ এসটিএফ-এর জালে বিস্ফোরক কালোবাজারির নাটের গুরু ‘সাহুবাবু’ ]
তৃণমূল কর্মসমিতি অনেক আগেই নজরুল মঞ্চে বৈঠক করে প্রার্থী তালিকা চূড়ান্ত করার দায়িত্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছে। যদিও স্বয়ং নেত্রী দলের একটি নির্বাচনী কমিটি গড়ে দিয়েছেন। প্রার্থী হতে ইচ্ছুক সকলকে সেই কমিটির হাতে বায়োডাটা জমা দিতে বলা হয়েছে। কাল মঙ্গলবার কালীঘাটে নিজের অফিসে সেই কমিটির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবারই রাজ্যের ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, দলের কর্মীরা ভোটযুদ্ধে নামার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। ভিনরাজ্যের বেশ কয়েকটি সংসদীয় আসনের পাশাপাশি ওড়িশায় বিধানসভা নির্বাচনেও তৃণমূল প্রার্থী দেবে। কৃষ্ণগঞ্জ এবং উলুবেড়িয়া উপনির্বাচনের প্রার্থীর নামও সংসদীয় ভোটের পাশাপাশি ঘোষণা করে দিতে পারে তৃণমূল। তবে কে কোন কেন্দ্রে প্রার্থী তা এখনও ঘোষণা না হলেও বুথ পর্যায়ের কর্মীরা দেওয়াল দখল করতে নেমে পড়েছে। যাদবপুর থেকে বোলপুর, কর্মীরা দেওয়ালে শুধুমাত্র প্রতীক দিয়েই প্রচারে নেমে পড়েছেন।
[ ভোট ঘোষণার পরই দলবদল, বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসে নেতা রাকেশ সিং ]
অন্যদিকে বিজেপি সূত্রে খবর, প্রথম দফায় কয়েকটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে শিগগরিই। তৃণমূলের তালিকা প্রকাশের পর অবশিষ্ট আসনের প্রার্থীদের নাম ঘোষণা করবে গেরুয়া শিবির। অসমর্থিতসূত্রে খবর, বেশ কয়েকজন অরাজনৈতিক হেভিওয়েট ব্যক্তিকে প্রার্থী করবে বিজেপি। কংগ্রেস ও বামেরা বিধানসভা ভোটের মতো এবারও আসন সমঝোতা করে বাংলায় লড়াইয়ে নামছে। ২৫-১৭ আসন ভাগাভাগি হয়েছে। রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিএম। ভোট ঘোষণার পর প্রচারেও নেমে পড়েছেন রায়গঞ্জের বামপ্রার্থী মহম্মদ সেলিম। সোমবার প্রদেশ নেতৃত্বের সঙ্গে কথা হতে পারে বামফ্রন্ট শীর্ষ নেতৃত্বের।