BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘ওরে গৃহবাসী’ গানে মুখর বিধানসভা, দোলের আগে স্পিকারের অনুরোধে রবীন্দ্রসংগীত অদিতি মুন্সির

Published by: Sucheta Sengupta |    Posted: March 17, 2022 6:31 pm|    Updated: March 17, 2022 9:08 pm

TMC MLA Aditi Munshi Sings Rabindrasangeet in Assembly house ahead of Dol Yatra | Sangbad Pratidin

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আনন্দের আবহে হইহই করে কাজ করলে তার মানই আলাদা হয়। এটা কর্মসংস্কৃতির মূল কথা। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার ক্ষমতায় আসার পর সেই সংস্কৃতির কথা মাথায় রেখে সরকারি কাজকর্ম হয়ে থাকে। আর তাই কাজের ফাঁকে উৎসবের উদযাপন এখন অনেকটা স্বাভাবিক। বৃহস্পতিবার তেমনই এক দৃশ্যের সাক্ষী রইল রাজ্য বিধানসভা (WB Assembly)। দোলের আগে বিধানসভা অধিবেশনেও লাগল রং। স্পিকারের অনুরোধে ‘ওরে গৃহবাসী’ গেয়ে রঙের উৎসবের আবহ এনে দিলেন তৃণমূলের তারকা বিধায়ক অদিতি মুন্সি। সঙ্গী মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া।

এই মুহূর্তে রাজ্য বিধানসভায় চলছে বাজেট অধিবেশন। প্রতিটা দিনই নানা ঘটনায় তপ্ত হয়ে উঠছে অধিবেশন কক্ষ। বৃহস্পতিবারও সেখানে একাধিক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে বিজেপিরই চার বিধায়ক স্বাধিকার ভঙ্গের  নোটিস এনেছেন, তা গ্রহণও করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে বিধানসভার প্রিভিলেজ কমিটি। কয়েকদিনের মধ্যেই তারা রিপোর্ট দেবে। সবমিলিয়ে এদিনও বিধানসভায় বেশ শোরগোলের পরিবেশই ছিল। 

[আরও পড়ুন: বিমান-সূর্যদের বিদায়! সিপিএমের পরবর্তী রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম]

এসব ডামাডোলের পর শেষবেলায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সকলকে দোলের শুভেচ্ছা জানান। তারপরই তিনি রাজারহাট-গোপালপুরের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিকে (Aditi Munshi) একটি গান গাওয়ার অনুরোধ জানান। দোলের আগে খানিকটা উৎসবের আবহ আনতেই তাঁর এই অনুরোধ। আর তা প্রত্যাখ্যানও করতে পারেননি লোকসংগীতের নামী শিল্পী। অদিতির কথায়, ”যে গানটি না গাইলে বসন্ত উৎসবের সূচনাই হয় না, সেটাই গাইছি – ওরে গৃহবাসী।” বলেই তিনি রবীন্দ্রসংগীতটি ধরেন। পরে গলা মেলান জুন মালিয়াও (June Malia)। বিধানসভার অন্দরে এমন ঘটনা সাম্প্রতিককালের মধ্যে ঘটেছে বলে মনে করতে পারছেন না কেউ।

[আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস গ্রহণ স্পিকারের, তদন্তে প্রিভিলেজ কমিটি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে