Advertisement
Advertisement
TMC

WB Bypolls: উপনির্বাচনে প্রচার করবেন দেব-মিমি-রাজ, প্রকাশিত তৃণমূলের তারকা প্রচারকের তালিকা

তালিকার শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।

TMC publishes bypolls star campaigners list for four assembly seats in West Bengal | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 8, 2021 2:02 pm
  • Updated:October 8, 2021 2:21 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পুজো মিটলেই ফের ভোটের বাদ্যি বেজে উঠবে রাজ্যে। আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (WB Bypolls)। পুজোর আনন্দ-উদযাপনের মধ্যেও প্রতিটি রাজনৈতিক দলই উপনির্বাচন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। শুক্রবার দুপুরের আগেই এই চার কেন্দ্রে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে বিজেপি। তার কিছুক্ষণ পরই প্রচারকের তালিকা প্রকাশ করল রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। সেই তালিকা প্রকৃত অর্থেই ‘তারকাখচিত’। রয়েছে সাংসদ দেব তথা দীপক অধিকারী, মিমি চক্রবর্তী, বিধায়ক জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী। তালিকায় রয়েছেন দলের যুব সম্পাদক সায়নী ঘোষ, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

তৃণমূলের তরফে প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম। তাঁর পাশাপাশি প্রচার করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি-সহ মোট ৫ মন্ত্রী। এই মর্মে শুক্রবার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) বিজ্ঞপ্তি জারি করেছেন। এই তালিকা পাঠানো হয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছেও। 

Advertisement

[আরও পড়ুন: বিপন্ন শিশুদের ‘আদর’, ‘সংবাদ প্রতিদিন’-এর উদ্যোগে পুজোয় হাসি ফিরল কচিকাঁচাদের মুখে]

আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্র – দিনহাটা, শান্তিপুর, গোসাবা, খড়দহে উপনির্বাচন। একমাত্র খড়দহ আসনটি ছাড়া বাকি তিনটিতেই প্রার্থী নির্বাচন হয়েছে স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব দিয়ে। স্থানীয় নেতাকেই জনপ্রতিনিধিত্বের লড়াইয়ে এগিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিম। তবে তাঁদের সমর্থনে, তাঁদের হয়ে ভোট চাইতে প্রতিটি কেন্দ্রে গিয়ে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

[আরও পড়ুন: গর্ভস্থ যমজের একজন মৃতপ্রায়, বিশেষ পদ্ধতিতে সুস্থ সন্তানকে বাঁচিয়ে নজির চিকিৎসকদের]

প্রচারকের তালিকায় রয়েছে যাদবপুরের দলীয় সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), ঘাটালের সাংসদ দেব (Dev)। এছাড়া তৃণমূলের তারকা বিধায়করাও এই চার কেন্দ্রের প্রার্থীদের হয়ে জনতার কাছে ভোট চাইবেন। সূত্রের খবর, পুজো মিটলেই তারকা প্রচারকদের কর্মসূচি ঠিক হয়ে যাবে। প্রচারের শেষ দিন ২৭ অক্টোবর। তার মধ্যে উৎসবের দিনগুলিও রয়েছে। ফলে খানিকটা দ্রুততার সঙ্গেই তারকা জনপ্রতিনিধিদেরও কাজ করতে হতে পারে। সবমিলিয়ে, ভোটের প্রচারে বেশ খানিকটা চমক রাখতে চাইছে রাজ্যের শাসকদল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ