Advertisement
Advertisement

Breaking News

Kunal Ghosh

কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি থেকে বাঁচতেই বিজেপির মঞ্চে যাচ্ছেন অভিযুক্তরা: কুণাল ঘোষ

কুণালের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করেছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়।

TMC spokesperson Kunal Ghosh slams BJP at a press conference | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 12, 2021 7:00 pm
  • Updated:January 12, 2021 8:05 pm

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতেই দল বদলে বিজেপির মঞ্চে যাচ্ছেন অভিযুক্তরা। এর জন্য কোনও নীতি বা আদর্শ নয়, সিবিআই (CBI) বা ইডির (ED) তদন্ত থেকে ছাড় পাওয়াই মূল লক্ষ্য। প্রাক্তন সাংসদ ও তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রশ্ন, “একদা একটি চিট ফান্ড সংস্থার এজেন্টদের সভায় হাজির হয়ে সংস্থাকে প্রমোট করেছিলেন যিনি, তাঁকে কেন গ্রেপ্তার করা হবে না? কেন সিবিআই তাঁকে ছেড়ে রেখেছে?”

[আরও পড়ুন: আসনরফা নিয়ে আলোচনার আগেই বাম-কংগ্রেস জোটে জট! প্রকাশ্যে কাজিয়া দুই শিবিরের]

তাঁর স্পষ্ট কথা, “বিভিন্ন মামলায় অভিযুক্তদের এখন বিজেপির মঞ্চে দেখা যাচ্ছে। অন্য সব ছুতো। আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় এজেন্সি থেকে বাঁচার লড়াই।” কুণালের তোলা যাবতীয় অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ও বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)। তাঁর বক্তব্য, “কুণাল মিথ্যা কথা বলছেন, চিটফান্ডের সঙ্গে কোনও সম্পর্ক নেই। সিবিআই কী করবে সেটা তাদের সিদ্ধান্ত।” সোমবার বিজেপির (BJP) সভা থেকে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হন শোভন। মঙ্গলবার তারই কড়া জবাব দেন কুণাল।বলেন, “তদন্ত থেকে বাঁচতে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে শোভন। আমি ইতিমধ্যেই দু’মাস আগে সিবিআইকে চিঠি ও সিডি জমা দিয়েছি। তাঁরা লিখিতভাবে জানিয়েছেন, যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কবে হবে? নাকি এই যথাযথ ব্যবস্থা থেকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে এঁদের নেওয়া হচ্ছে?” এদিন শোভনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে কুণালের দাবি, “সম্প্রতি একটি মামলায় সিবিআই হলফনামা দিয়ে বলছে, কয়েকজনকে আড়াল করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। যাঁরা করেছিলেন, তাঁদের নাইন্টি পার্সেন্ট তো বিজেপিতে ঢুকে বসে আছে।” এর পালটা দিয়ে শোভন বলেন, “কুণাল নেতৃত্বকে ফাঁসিয়েছে, আমাকেও ফাঁসানোর চেষ্টা করেছিল।”

Advertisement

[আরও পড়ুন: ভোটের মুখে ভিন্ন সুর! আব্বাস সিদ্দিকি, ওয়েইসিদের লড়াইকে সমর্থন দিলীপ ঘোষের]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ