স্টাফ রিপোর্টার: উত্তর কলকাতার জে বি রায় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ১৭ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল ছাত্র পরিষদ। আর জি কর-কাণ্ডের পর এভাবে কোনও মেডিক্যাল কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিরোধীরা মনোনয়ন জমা দেওয়া দূরে থাক, তারা কেউ মনোনয়ন তুলতেই আসেনি। ফলে ১৭-০-এ এই মেডিক্যাল কলেজের সংসদ নির্বাচনে জয়ী ঘোষণা করা হল টিএমসিপিকে। জয়ীদের প্রত্যেককে নেতৃত্বের তরফে অভিনন্দন জানানো হয়েছে।
তাদের বক্তব্য, আর জি কর কাণ্ডের পর এই প্রথম কোনও মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্র সংসদের নির্বাচন হল। এবং সেখানে বিরোধীদের মুখোমুখি হয়ে লড়াই করা দূরে থাক, তাদের কেউ মনোনয়নই তুলতে এল না। টিএমসিপি নেতৃত্বের বক্তব্য, এর থেকেই প্রমাণিত যে, আর জি কর-কাণ্ডে বাম-অতি বামেদের কুৎসা, অপপ্রচার ছাত্রছাত্রীদের কাছে সম্পূর্ণ প্রত্যাখ্যাত।
এই বাম-অতি বামেদের নাটকের মুখোশ খসে পড়েছে। গত বুধবার ছিল মনোনয়ন তোলার শেষ দিন। কিন্তু তৃণমূল-বিরোধীরা সেখানে একটিও মনোনয়ন তুলতে আসেনি। শাসক দলের ছাত্র নেতৃত্বের বক্তব্য, “বিরোধীদের লোক নেই, সংগঠনও নেই। ছাত্রছাত্রীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও উন্নয়নের উপরই ভরসা রেখেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.