Advertisement
Advertisement
TMC's July 21

সোশাল মিডিয়ায় শুরু তৃণমূলের ২১ জুলাইয়ের প্রচার, নেত্রীর ছবি-সহ প্রকাশ্যে পোস্টার

২১ জুলাইয়ের মঞ্চ থেকেই নির্বাচনী প্রচারের ঢাকে কাঠি পড়ে যাবে!

TMC's July 21 campaign begins on social media, new photos released
Published by: Subhankar Patra
  • Posted:June 14, 2025 12:47 pm
  • Updated:June 14, 2025 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় ২১ জুলাইয়ের প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের। বদলে গেল দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের কভার ফটো। মনে করা হচ্ছে এই পোস্টারটিই শহিদ দিবসের পোস্টার ও ব্যানার হিসেবে ব্যবহার করা হবে।

Advertisement

তৃণমূল যুব কংগ্রেসের তরফে নতুন ছবিটি প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। পিছনে সেই অভিশপ্ত দিনের ছবি। সঙ্গে তৃণমূলের লোগো লাগানো পতাকা। পাশে ‘ধর্মতলা চলো’র ডাক।

এদিকে ভবানীপুরে আজ ২১ জুলাই নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। দলের সমস্ত জেলার সভাপতি, জেলা চেয়ারম্যান ও বীরভূম এবং উত্তর কলকাতা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের ওই বৈঠকে ডাকা হয়েছে। ডাকা হয়েছে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও মন্ত্রীকেও।

ইতিমধ্যে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গত কয়েক বছরের মতো এবারও রাজ্য কমিটির তরফে দেওয়া সিডি মেনেই পোস্টার ও ব্যানার করতে হবে। দলীয় কমিটির নামেই ওই ব্যানার হবে। কোনও ব্যক্তির নাম দিয়ে ব্যানার বা পোস্টার করা যাবে না। সেক্ষেত্রে নতুন এই ছবিটি ব্য়বহার করা হবে বলে মনে করা হচ্ছে।

অন্যান্য বারের মতোই সল্টলেক স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর ছাড়াও উত্তর কলকাতার বিভিন্ন ধর্মশালা ও একাধিক কমিউনিটি হলেও দু’দিন আগে থেকে জেলার কর্মীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে প্রতিবারের মতো এবারও পৃথক কাউন্টার খুলে সেখান থেকে কর্মীদের বিভিন্ন অস্থায়ী কেন্দ্রে পাঠানো হবে। ২১ জুলাই সমাবেশের দিন ধর্মতলাকে ঘিরে হেলথ ইউনিট এবং স্বেচ্ছাসেবকদের যে বাহিনী নামানো হবে তা নিয়েও আজ প্রস্তুতি বৈঠকে জানিয়ে দেবেন রাজ্য সভাপতি।

জানা যাচ্ছে, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচারের গাইডলাইন বেঁধে দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এবারের শহিদ দিবস থেকেই দলের নির্বাচনী প্রচারের ঢাকে কাঠি পড়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement