Advertisement
Advertisement
Krishna Glass factory

ডেঙ্গু রোধই চ্যালেঞ্জ, পরিত্যক্ত কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে মশার লার্ভা নিধনে ড্রোন ওড়াল পুরসভা

অপারেশনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ অতীন ঘোষ।

To stop dengue is the main challenge, Municipality flies drone to locate the larva of Krishna Glass factory । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 25, 2023 2:52 pm
  • Updated:September 25, 2023 3:03 pm

অভিরূপ দাস: পুজোর মুখে ডেঙ্গুর বাড়বাড়ন্ত। মশাবাহিত রোগ রোধই এখন বড়সড় চ্যালেঞ্জ কলকাতা পুরসভার। মশার লার্ভা নিধনে যাদবপুরের পরিত্যক্ত কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে উড়ল ড্রোন। মেয়র পারিষদ অতীন ঘোষ, পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাসের উপস্থিতিতেই চলল অপারেশন।

সাধারণত ডেঙ্গুর হটস্পট হিসাবে পরিচিত যাদবপুর। এবারও দক্ষিণ কলকাতার এই এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির পরিত্যক্ত জমি পরিদর্শন করেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ওই পরিত্যক্ত কারখানার ১২ বিঘা জমি মশার আঁতুরঘরে পরিণত হয়েছে, সেই অভিযোগ জানান স্থানীয়রা। তা নিয়ে উষ্মাপ্রকাশ করেন অতীনবাবু। এলাকা পরিদর্শনের পরই ব্যবস্থা। মশার লার্ভা নিধনে ড্রোন ওড়াল কলকাতা পুরসভা।

Advertisement

[আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কিছু? যাদবপুরে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য]

২০১৮ সালে প্রথম কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির বিরুদ্ধে মামলা হয়। তবে জমিটি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশনের আওতাধীন হওয়ায় মামলা খারিজ হয়ে যায়। চিঠি দেওয়া হয় শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব বন্দনা যাদবকেও। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হবে বলেই দাবি অতীন ঘোষের। এছাড়া ডেঙ্গু রোধে সচেতনতা বাড়াতে এবার প্রতি পাড়ায় পাড়ায় দুদিন করে মিছিল করার ভাবনা কলকাতা পুরসভার।

[আরও পড়ুন: ফের সরকারি হাসপাতালে দালালচক্রের পর্দাফাঁস, SSKM চত্বর থেকে গ্রেপ্তার ৪]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement