Advertisement
Advertisement

Breaking News

আত্মসমর্পণ করলেন মাও শীর্ষনেতা রঞ্জিত পাল ওরফে তড়িৎ

কীসের তাগিদে সমাজের মূলস্রোতে ফিরে এলেন দুর্ধর্ষ মাও নেতা?

Top Mao Commander Ranjit Pal Surrenders before Kolkata Police  
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 25, 2017 12:16 pm
  • Updated:January 25, 2017 12:16 pm

স্টাফ রিপোর্টার, পুরুলিয়া ও কলকাতা: পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদী শীর্ষনেতা রঞ্জিত পাল ও তাঁর স্ত্রী ঝর্না গিরি ওরফে অনিতা৷ বুধবার রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ এবং পুলিশ কমিশনার রাজীব কুমারের উপস্থিতিতে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কাছে আত্মসমর্পন করেন দুই মাও নেতা৷ রাজ্য সরকারের উন্নয়নের গতিই সমাজের মূলস্রোতে তাঁদের ফিরিয়ে আনতে অনুপ্রাণিত করেছে, জানিয়েছেন মাও নেতা রঞ্জিত৷

পর্নস্টারের সঙ্গে রবীন্দ্রনাথকে জড়িয়ে বিশ্রী রসিকতা নেটদুনিয়ায়

Advertisement

16326222_1333760580032233_280648623_oমাওবাদী রাজ্য কমিটির সদস্য রঞ্জিতের বাড়ি ছিল বাঁকুড়ার বারিকুলে৷ অনিতার বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে৷ বহু ছদ্মনাম ব্যবহার করতেন রঞ্জিত৷ সিরাজ, প্রভাতজি, তড়িৎ, রাহুল, সঞ্জয়, নীতিন, রাজা, পনরু ও পশুপতি প্রভৃতি নামেও পরিচিত ছিলেন৷ এর আগে দলমা-অযোধ্যায় সংগঠনের দায়িত্বে ছিলেন৷ ঝালদা গণহত্যার মতো একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ ২০১০-এর পরে ঝাড়খণ্ডে পালিয়ে যান রঞ্জিত৷ আত্মসমর্পনের আগে পর্যন্ত ঝাড়খণ্ডের দলমা স্কোয়াডের দায়িত্বে ছিলেন৷

Advertisement

ভাঙড়কে শান্ত করতে ঢুকল ব়্যাফ, কমব্যাট ফোর্স

এদিন আত্মসমর্পন করতে গিয়ে রঞ্জিত জানান, “মাওবাদী হিসেবে আমার ১৭ বছরের কেরিয়ারে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের কাছে ক্ষমা চাইছি৷ আমি বুঝেছি যে স্ত্রী, সন্তান, বৃদ্ধ মা-বাবার দায়িত্ব নিয়ে আর বিদ্রোহ করা সম্ভব নয়৷ আর যে সমস্যাগুলির জন্য আমি হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তা সমাধান করে ফেলেছে৷ যে সমস্ত যুবক মাওবাদের এই সশস্ত্র পথ অনুসরণ করেছেন আমি তাঁদের মূলস্রোতে ফিরে আসার আবেদন করছি৷” প্রসঙ্গত, গত দু’ববছরে ২১৩ জন মাওবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ, আত্মসমর্পণ করেছে ২১৯ জন৷

শহরের জনবহুল এলাকায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ