Advertisement
Advertisement
Uber fare

একলাফে অনেকটা ভাড়া বাড়াল অ্যাপ ক্যাব, মাথায় হাত মধ্যবিত্তর

কত বাড়ল ভাড়া?

Uber Cab fare hike due to fuel price hike | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:April 2, 2022 10:44 am
  • Updated:April 2, 2022 4:52 pm

নব্যেন্দু হাজরা: ১২ দিনে দশবার বেড়েছে জ্বালানি তেলের দাম (Fuel Price Hike)। যার দরুন পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। তাদের চিন্তা আরও বাড়িয়ে একধাক্কায় অনেকটা ভাড়া বাড়াল অ্যাপ ক্যাব সংস্থা উবর (Uber App Cab)। আজ অর্থাৎ শনিবার থেকে কার্যকর হচ্ছে নয়া ভাড়া। এদিকে ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে আগামী ৬ তারিখ অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। 

অ্যাপ ক্যাব সংস্থা সূত্রে খবর, কিলোমিটার প্রতি ভাড়া (Fare Hike) দাঁড়াল ১৪ টাকা। যা আগে ছিল ১১ টাকা ৬০ পয়সা।  ফলে আগে যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সায়েন্স সিটি (৭ কিলোমিটার) যেতে খরচ পড়ত ১৩৪ টাকা। সেই একই দূরত্ব যেতে খরচ পড়বে ১৫০ টাকা। প্রায় ১৩ শতাংশ বেশি। এদিকে জোকা থেকে হাওড়া প্রায় ২৩ কিলোমিটার যেতে উবর গো-তে খরচ হত ৩৫৪ টচাকা। বর্তমানে সেই খরচ বেড়ে হল ৪১০ টাকা। তবে বেস ফেয়ার (Base Fare) আগের মতোই ৩৭ টাকা ৯০ পয়সা রইল। আর মিনিট প্রতি ভাড়াও রইল ৮ পয়সা।

Advertisement

Advertisement

 

[আরও পড়ুন: আরিয়ান খান মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেলের মৃত্যু]

 

উবর সফরে এসি চালানো নিয়ে যাত্রীদের সঙ্গে চালকের বচসা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই সমস্যা সামাল দিতেও নির্দেশিকা জারি করল সংস্থা। অভিযোগ উঠছিল, এসি চালালে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন চালকরা। এবার সেই পরিস্থিতি এড়াতে এসি চালানো বাধ্যতামূলক করল উবর।

উল্লেখ্য, এক মাস আগেই রাজ্যের অ্যাপ ক্যাবগুলির জন্য একাধিক নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। বলা হয়েছিল, রাজ্যে হলুদ ট্যাক্সির ভাড়াকে ভিত্তি হিসাবে (বেস ফেয়ার) ধরে তার উপরে ৫০ শতাংশ পর্যন্ত সার্জ বা ৫০ শতাংশ পর্যন্ত কম ভাড়া নেওয়া যাবে। তবে, কিলোমিটার পিছু ভাড়ার বিষয়টি স্পষ্ট করা হয়নি। এবার সেই কিলোমিটার পিছু ভাড়া একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল সংশ্লিষ্ট সংস্থা। ওয়াকিবহাল মহল বলছে, উবর কার্যত একতরফা ভাবে, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই ভাড়া বাড়াল। 

[আরও পড়ুন: চরমে আর্থিক সংকট, রাষ্ট্রপতির বিরুদ্ধে ক্ষোভ দমনে শ্রীলঙ্কায় জারি জরুরি অবস্থা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ