Advertisement
Advertisement
SSC Scam

‘ভাত চাই, চাকরি চাই’, মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের

বিধায়ক হস্টেল, আচার্য ভবনের পর এবার মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ।

Upper Primary aspirants protest at Jatin Das Park metro station | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 3, 2023 12:48 pm
  • Updated:August 3, 2023 1:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধায়ক হস্টেল, আচার্য ভবনের পর এবার মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। এবার চাকরির দাবিতে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের দাবি, আজই প্য়ানেল প্রকাশ করে নিয়োগের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে ৩০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বাকিরা মেট্রো স্টেশনের ভিতরে মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। উল্লেখ্য, মেট্রো স্টেশনে ঢুকে এধরনের বিক্ষোভ নজিরবিহীন। এর আগে একবার কংগ্রেস কর্মীরা মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছিলেন। 

গত ১০ বছর ধরে চাকরির আশায় বসে উচ্চ প্রাথমিকের (Upper Primary) যোগ্য় চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীর তরফে ৪ বার আশ্বাস সত্ত্বেও মেলেনি নিয়োগ। দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আন্দোলন করেছেন তাঁরা। তারপরেও অধরা চাকরি। তাই বৃহস্পতিবার দুপুরে কালীঘাট অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন অভিযান করার পরিকল্পনা করছিলেন তাঁরা। কিন্তু মাঝপথেই চাকরিপ্রার্থীদের আটকে দেয় পুলিশ। এরপরই যতীন দাস পার্ক মেট্রো স্টেশন ঢুকে পড়েন জনা তিরিশেক বিক্ষোভকারী। হাতে পোস্টার, নিয়োগের দাবিতে স্লোগান তোলেন তাঁরা। আন্দোলনকারীদের হাতের পোস্টারে লেখা ছিল, ‘চাকরি চাই, ভাত চাই।’

Advertisement

[আরও পড়ুন: ধনঞ্জয় কাণ্ড টেনে নাম না করে অসুস্থ বুদ্ধকে খোঁচা, বিতর্কে কবীর সুমন]

এক চাকরিপ্রার্থী মেট্রো স্টেশনের ভিতরে শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁর অভিযোগ, “রাজ্য প্রশাসন অপদার্থ। তাই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে দেওয়া হচ্ছে না। আটকে দেওয়া হচ্ছে।” সবমিলিয়ে এদিন চাকরির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন চত্বর।  প্রসঙ্গত, বুধবার সকালে চাকরীপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল কিড স্ট্রিট। এদিন সকালে উত্তপ্ত হয় সল্টলেকের আচার্য ভবন চত্বর। এবার সেই তালিকায় জুড়ল যতীন দাস পার্ক মেট্রো স্টেশনও। 

Advertisement

[আরও পড়ুন: ‘সুবিচারের স্বার্থে’ জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষা চলবে, মুসলিম পক্ষের আবেদন খারিজ হাই কোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ