Advertisement
Advertisement
Burrabazar

বড়বাজারে অস্ত্র উদ্ধারের নেপথ্যে উত্তরপ্রদেশের দুষ্কৃতী, উদ্বিগ্ন তদন্তকারীরা

ধৃতদের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

UP's three miscreants arrested from Burrabazar
Published by: Sayani Sen
  • Posted:February 8, 2025 11:53 am
  • Updated:February 8, 2025 11:55 am  

অর্ণব আইচ: বাংলায় ঘটা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের নেপথ্যে উত্তরপ্রদেশের দুষ্কৃতীরা। বড়বাজারের ঘটনা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় আরও কেউ যুক্ত কিনা, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

শুক্রবার রাতে বড়বাজার থানা এলাকার মহাত্মা গান্ধী রোড এবং আর্তার স্ট্রিটের ক্রসিংয়ের কাছ দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। কলকাতা পুলিশের এসটিএফের কাছে গোপন সূত্রে খবর ছিল, উত্তরপ্রদেশের একদল দুষ্কৃতী অত্যাধুনিক অস্ত্র নিয়ে বড়বাজার এলাকায় কোনও অপরাধ সংঘটিত করতে চলেছে। সেইমতো রাতে গোপন অভিযান চালান এসটিএফের গোয়েন্দারা। তাঁরা উত্তরপ্রদেশের নম্বরপ্লেট লাগানো গাড়িটিকে ধাওয়া করে বড়বাজারের একটি গুরুদ্বারের কাছ থেকে তাদের গ্রেপ্তার করে। গাড়ির বনেট থেকে পুলিশ দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বলে খবর। এর মধ্যে রয়েছে একটি ৯ এমএম ও একটি ৭ এমএম পিস্তল।

Advertisement

Arms

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল সন্তোষ সাহানি, জিতেন্দ্র কুমার এবং মনোজ কুমার। তারা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের আরও জিজ্ঞাসাবাদ করে কলকাতায় আসার কারণ জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। তবে বড়সড় অপরাধ হওয়ার আগে তা রুখে দেওয়া এসটিএফের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পুলিশকে সতর্ক করেছেন, ভিনরাজ্য থেকে অস্ত্র এবং অপরাধীদের আনাগোনা বাড়ছে। সীমানাগুলিতে বাড়তি নজর দেওয়ার কথা বলেছেন তিনি। তাঁর নির্দেশ মেনেই কলকাতা পুলিশের এসটিএফের কড়া নজরদারি এবং তাতেই অপরাধের ছক বানচাল হয়ে গেল যোগীরাজ্যের দুষ্কৃতীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement