Advertisement
Advertisement

মঙ্গলবার রাজ্যে আসছে বাজপেয়ীর চিতাভস্ম

বৃহস্পতিবার সকালে অস্থি বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরে৷

Vajpayee's ashes to come Kolkata on monday
Published by: Kumaresh Halder
  • Posted:August 19, 2018 3:01 pm
  • Updated:August 19, 2018 3:01 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম আজ আসছে না কলকাতায়৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, সোমবার চিতাভস্ম রাখা থাকবে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে৷ সেখানে দলীয় নেতা-কর্মীদের জন্য শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে৷ তারপর বাংলা-সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে চিতাভস্মের অংশ৷

[কেরলের পাশে বাংলা, ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]

রাজধানী থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম এ রাজ্যে আনতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন বিজেপির দুই প্রতিনিধি সায়ন্তন বসু ও দীপাঞ্জন গুহ৷ সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার সকালে বাজপেয়ীর চিতাভস্ম দিল্লি থেকে উড়িয়ে আনা হবে কলকাতায়৷ ওই দিন মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দপ্তরে রাখা থাকবে বাজপেয়ীর চিতাভস্ম৷ সেখানে শ্রদ্ধা জানানোর পালা শেষ হলে বুধবার গঙ্গাসাগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে চিতাভস্ম৷ এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু জানান, এখনও পর্যন্ত ঠিক হয়েছে বৃহস্পতিবার সকালে অস্থি বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরে৷

Advertisement

[ট্রেনে কাটা পড়লেন একই পরিবারের দুই মহিলা, চাঞ্চল্য বেলঘরিয়ায়]

রাজ্যে অস্থি বিসর্জন দেওয়ার পাশাপাশি আগামী ২৫ আগস্ট কলকাতায় বাজপেয়ীর স্মরণসভা করবে বিজেপি৷ যেখানে সব দলকেই আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে৷ বিজেপির আমন্ত্রণে আদৌ কোনও রাজনৈতিক দল সাড়া দেয় কিনা, তা নিয়ে চলছে জোর জল্পনা৷বিজেপি সূত্রে খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানাতে পারেন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এছাড়াও প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে বিজেপি সূত্র খবর৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, লোকসভা ভোটের আগে বাজপেয়ী আবেগকে কাজে লাগতে রাজ্যে অস্থি বিসর্জন-সহ স্মরণসভায় রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়ে ‘সৌজন্যে’র রাজনীতির বার্তা ছড়াতে উঠেপড়ে লেগেছে গেরুয়া শিবির৷ আর সেই লক্ষ্যে বিজেপির এই কর্মসূচি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ৷

[ফের রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি, রবিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement