Advertisement
Advertisement

Breaking News

মদ্যপান করেছিলেন বিক্রম, জেরায় স্বীকার অভিনেতা অনিন্দ্যর

সঠিক পথেই এগোচ্ছে তদন্ত, দাবি পুলিশের৷

Vikram’s blood sample taken, statement recorded
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 9, 2017 3:35 pm
  • Updated:May 9, 2017 4:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যু দিয়ে ক্রমশ বাড়ছে প্রশ্নের তালিকা৷ কিন্তু সব উত্তরই এখন পর্যন্ত অধরা৷ শনিবার টলি পাড়ার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ তবে প্রশ্ন উঠছে, দুর্ঘটনার ৯দিন কেটে গিয়েছে৷ তারপর কী রক্ত পরীক্ষায় আদৌ কোনও তথ্য মিলবে?

[গোরক্ষার নামে আইন হাতে নিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি যোগীর]

সোমবার বিক্রমের বয়ান রেকর্ড করেছে পুলিশ৷ দুর্ঘটনাস্থল এবং সেই রাতে যে নাইট ক্লাবে দু’জন গিয়েছিলেন, তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে৷ জয়েন্ট সিপি বিশাল গর্গ বলেন, “কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ানও রেকর্ড করা হয়েছে৷ রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে৷ তদন্ত চলছে৷” এদিকে, মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল অভিনেতা তথা বিক্রমের বন্ধু অনিন্দ্য চট্যোপাধ্যায়কে৷ জানা গিয়েছে, দুর্ঘটনার দিন বিক্রম মদ্যপান করেছিলেন বলেই পুলিশের কাছে দাবি তাঁরও৷

Advertisement

[জানেন, কেন রানি ‘শিবগামী’র মানভঞ্জনে ব্যস্ত রাজা ‘কাটাপ্পা’?]

সম্প্রতি মিডিয়ার সামনে বিক্রম দাবি করেছিলেন, তিনি সেই রাতে মদ্যপ অবস্থায় ছিলেন না তিনি৷ কিন্তু ইতিমধ্যেই সোনিকার ঘনিষ্ঠ বন্ধুমহলের দাবি, সেদিন বিক্রম আকণ্ঠ মদ্যপান করেছিলেন৷ সোশ্যাল মিডিয়ায় বিক্রমকে মিথ্যেবাদী আখ্যা দিয়ে পোস্টও করেছেন অনেকে৷ “বিক্রমের বয়ান বিশ্বাসযোগ্য নয়৷” বলেছিলেন সোনিকার বান্ধবী শতরূপা পাইন৷ এদিন অনিন্দ্যর একই দাবিতে আরও জোড়াল হল অভিযোগ৷ এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মনে করছেন, তদন্তে গাফিলতি হচ্ছে৷ দুর্ঘটনার এতদিন কেটে যাওয়ার পর কেন রক্ত পরীক্ষা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷ পাশাপাশি উঠে আসছে আরও কয়েকটি প্রশ্ন, কাছাকাছি হাসপাতাল ছেড়ে কেন ৬ কিলোমিটার দূরে ভর্তি হলেন তাঁরা? বয়ান সংক্রান্ত কেন কোনও তথ্য প্রকাশ্যে আনছে না পুলিশ? শোনা যাচ্ছে, গত দুদিন ধরে শুটিং করছেন তিনি৷ অথচ একবারও থানায় যাচ্ছেন না৷ কেন?  যদিও পুলিশ এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন৷ তাঁদের দাবি, সঠিক পথেই এগোচ্ছে তদন্ত৷

Advertisement

[১০ জুলাইয়ের মধ্যে মালিয়াকে হাজিরার নির্দেশ সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ