Advertisement
Advertisement

Breaking News

KMC

শনিবার প্রায় ২০ ঘণ্টা পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতায়, জানাল পুরসভা

ভোগান্তির আশঙ্কায় কলকাতাবাসী।

water supply will be cut off for about 20 hours in South Kolkata on Saturday | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 16, 2020 8:18 pm
  • Updated:December 16, 2020 8:26 pm

কৃষ্ণকুমার দাস: পাইপ লাইন এবং ১৪টি বুষ্টার ও ক্যাপসুল পাম্পিং স্টেশন মেরামতির জন্য এবার দক্ষিণ কলকাতায় প্রায় ২০ ঘণ্টা পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ রাখবে পুরসভা। আগামী শনিবার সকাল ১০ টা থেকে রবিবার ভোর পর্যন্ত এই মেরামতির কাজ চালাবে পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগ। ওই সময় দক্ষিণ কলকাতায় যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, গার্ডেনরিচ এবং লাগোয়া দুই বিধানসভা কেন্দ্র মহেশতলা ও বজবজ ও গার্ডেনরিচে পরিশ্রুত জল সরবরাহ বন্ধ থাকবে।

পুরসভার মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, “জল সরবরাহে আধুনিকীকরণের প্রয়োজনে গার্ডেনরিচ পাইপ লাইন এবং কিছু বুষ্টার পাম্পিং স্টেশনে মেরামতির জন্য ঘণ্টা ২০ বন্ধ থাকবে জল সরবরাহ। শনিবার সকালে জল দিয়ে বন্ধ করে কাজ শুরু হবে, ফের রবিবার সকালে আবার জল সরবরাহ করবে পুরসভা।” বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের পরিমান ও চাপ দুই-ই বৃদ্ধির লক্ষ্যে এই ভালব পরিবর্তন ও বুষ্টার পাম্পিং স্টেশনে মেরামতি বলেও মুখ্যপ্রশাসক জানান।

Advertisement

[আরও পড়ুন:জল্পনার অবসান, মন্ত্রিত্বের পর বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী]

গার্ডেনরিচ জল সরবরাহ কেন্দ্রের থেকে পাশাপাশি ১৪টি বুস্টার ও ক্যাপসুল পাম্পিং স্টেশনে মেরামতির শুরুর জন্য এদিন থেকেই প্রস্তুতি শুরু করেছে পুরসভার জল সরবরাহ বিভাগ। যে বুষ্টার পাম্পিং স্টেশনগুলি মেরামত করা হবে সেগুলি হল, কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাস পাড়া, বাঁশদ্রোণী, গান্ধী ময়দান, সেনাপল্লী, প্রফুল্ল পার্ক, বজবজ, মহেশতলা। বেশ কিছু বুস্টার পাম্পিং স্টেশনের পাইপ লাইন ফেটে যাওয়ায় সেগুলিও মেরামতির হবে। তবে পুরসভার জল সরবরাহ বিভাগীয় ডিজি ও ইঞ্জিনিয়ারদের এদিন মেয়র নির্দেশ দিয়েছেন, যে সমস্ত বস্তি ও কলোনি আছে সেখানে শনিবার বিকেলে প্রয়োজনে গাড়ি করে জল পৌঁছে দিতে হবে।  অবশ্য পুরসভার যে পরিমান জলের গাড়ি তাতে করে অধিকাংশ বস্তিতে জল পৌছানো খুবই কঠিন। স্বভাবতই  দক্ষিণ কলকাতার একটা বিস্তীর্ণ এলাকায় পাানীয় জলের সঙ্কট তৈরির আশঙ্কা রয়েছে। এর আগে উত্তর কলকাতায় আরজিকর হাসপাতালের পিছনে টালার ৬০ ইঞ্চির বিগডায়া পাইপে ফাটল হওয়ায় মেরামত করায় জল বন্ধ ছিল।

Advertisement

[আরও পড়ুন: ‘যে কলকাতাকে মিনি পাকিস্তান করতে চায় তার কথা শুনব না’, ফের জিতেন্দ্রর নিশানায় ফিরহাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ