স্টাফ রিপোর্টার: টালা, পলতার পর এবার গার্ডেনরিচে জল সরবরাহ বন্ধ রাখবে কলকাতা পুরসভা। আগামী ১৮ তারিখ গার্ডেনরিচ থেকে জল উৎপাদন ও সরবরাহ বন্ধ রাখা হবে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, আগামী ১৮ জানুয়ারি সকাল ন’টা থেকে জল সরবরাহ বন্ধ রাখা হবে। পানীয় জল সরবরাহ ফের চালু হবে পরদিন সকাল ছ’টা থেকে।
জল উৎপাদন কেন্দ্রে জরুরি মেরামতের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে ওইদিন বিকেলে কালীঘাট, চেতলা, বেহালা, পর্ণশ্রী, কসবা-সহ গোটা দক্ষিণ কলকাতা-সহ সংযুক্ত এলাকার প্রায় সব ওয়ার্ডেই পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে। অর্থাৎ পিজি হাসপাতাল, পিটিএসের পর থেকে গোটা দক্ষিণ কলকাতা-সহ দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। চালু হবে পরদিন সকাল ৬টা থেকে। পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে খবর, সরাসরি গঙ্গা থেকে জল তুলে পরিস্রুত করে জলাধার থেকে সরবরাহ করা হয়।
পলতার একটি বিশেষ সুবিধা আছে। উজানে থাকার জন্য গঙ্গার জলে পলি কম পড়ে। কিন্তু গার্ডেনরিচে সেই সুবিধা নেই। তাই অপরিস্রুত জল বেশি সময় রাখা যায় না। পাইপলাইন, ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশনে ও বুস্টার পাম্পিং স্টেশনে মেরামত দরকার। ৪০টি জায়গায় মেরামত করতে হবে। আধিকারিকদের অভিমত, গ্রীষ্মে যাতে দক্ষিণ কলকাতা- সহ সংযুক্ত এলাকায় নিরবচ্ছিন্ন পানীয় জল সরবরাহ করা যায়, তার জন্যই ১৮ জানুয়ারি সকাল ন’টার পর বিকেলে পানীয় জল সরবরাহ বন্ধ করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.