Advertisement
Advertisement
DA hike

রাজ্য বাজেট ২০২৩-২৪: সরকারি কর্মীদের সুখবর! ৩ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা

নয়া মহার্ঘভাতার আওতায় পড়ছেন পেনশনভোগীরাও।

WB Budget 2023-24: Finance minister announced 3 percent DA hike for govt employees | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 15, 2023 2:39 pm
  • Updated:February 15, 2023 3:21 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো:  রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে (WB Budget 2023-24)। তিন শতাংশ মহার্ঘভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী মাস অর্থাৎ ১ মার্চ থেকেই তা কার্যকর হবে। প্রসঙ্গত, কেন্দ্র বছরে দু’বার করে ডিএ বাড়িয়ে থাকে। সেদিক থেকে রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিতই হন খানিকটা। সেই বৈষম্য কিছুটা ঘুচিয়ে রাজ্য সরকার সাম্য রাখতে ৩ শতাংশ হারে ডিএ বাড়ানোর ঘোষণা করল। স্বভাবতই খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীমহলে। তবে তার মাঝে কাঁটা, কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির হিসেব করলে অনেকটাই ফারাক থেকে যাচ্ছে এখনও। 

ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের সাক্ষী কলকাতা।  বকেয়া ডিএ দেওয়ার দাবিতে সম্প্রতি তাঁদের আন্দোলনের সুর চড়েছে। মঙ্গলবার নবান্ন ও নির্বাচন কমিশনকে কার্যত হুঁশিয়ারি দিয়ে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছিল, পঞ্চায়েত নির্বাচনের কাজ তাঁরা করবেন না। তাঁদের মূলত দুটি দাবি। এক, কেন্দ্রীয় সরকারি হারে ডিএ দিতে হবে। রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের তুলনায় অনেকটা কম হারে ডিএ পেয়ে থাকেন। তাঁরা বলছেন, রাজ্য সরকারি কর্মীদের ৪২ শতাংশ হারে ডিএ দিতে হবে। সরকারি কর্মী সংগঠনের দ্বিতীয় দাবি হল, শীঘ্রই রাজ্য সরকারের সব শূন্য পদে নিয়োগ করতে হবে। 

Advertisement

[আরও পড়ুন: ‘আমার থেকেও ভাল…’, কোহলিদের ‘পাঠান ডান্স’-এর ভিডিও দেখে মুগ্ধ শাহরুখ]

এদিনের বাজেটে  ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা এই  আন্দোলনে খানিকটা জল পড়ল বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর (Chandrima Bhattacharya) ঘোষণা অনুযায়ী, মার্চ মাস থেকে কার্যকর হবে নয়া হারে ডিএ। এতে সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্তরাও অর্থাৎ পেনশনভোগীরাও সুবিধা পাবেন। তাঁদেরও ডিএ প্রাপ্য। তবে হিসেব বলছে, কেন্দ্রীয় হারে ডিএ’র সঙ্গে তুলনা করলে এতদিন রাজ্য় সরকারি কর্মীদের সঙ্গে তার ফারাক এখনও ৩২ শতাংশ। ওয়াকিবহাল মহলের একাংশের মত, পঞ্চায়েত ভোটে সরকারি কর্মীরা কাজ না করার হুঁশিয়ারি দেওয়ায় তড়িঘড়ি ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হল।  জানা গিয়েছে, অর্থমন্ত্রীর ঘোষণার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ বিকেলেই ডিএ আন্দোলনকারীরা বৈঠক করবেন।

Advertisement

[আরও পড়ুন: ষাটোর্ধ্ব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে মাসে পাবেন ১ হাজার টাকা, রাজ্য বাজেটে বড় ঘোষণা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ