Advertisement
Advertisement
Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর হাতে নামকরণ, বিধানসভায় তৃণমূল বিধায়ক শম্পার মেয়ের নাম রাখলেন মমতা

হই হট্টগোল, গুরুগম্ভীর আলোচনার মধ্যেও এক আবেগঘন মুহূর্তের সাক্ষী রইল বিধানসভা।

WB CM Mamata Banerjee gives name to TMC MLA's daughter
Published by: Paramita Paul
  • Posted:June 16, 2025 4:30 pm
  • Updated:June 16, 2025 4:45 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভায় তৃণমূল বিধায়কের সন্তানের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শত ব্যস্ততার মধ্যেও সদ্যোজাতকে কোলে তুলে আদর করেন তিনি। আশীর্বাদ করে উপহারও তুলে দেন। হই হট্টগোল, গুরুগম্ভীর আলোচনার মধ্যেও এক আবেগঘন মুহূর্তের সাক্ষী রইল বিধানসভা।

Advertisement

সোমবার সদ্যোজাত কন্যাসন্তানকে নিয়ে বিধানসভায় উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার রায়নার তৃণমূল বিধায়ক শম্পা ধারা। সেই কন্যাসন্তানের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। মেয়েটির নাম রাখা হয়েছে ‘ঐশী’। যার অর্থ ঈশ্বরিক শক্তিতে পরিপূর্ণ। এদিন শম্পাদেবী সদ্যোজাতকে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যান। সেই সময় মমতা নিজে কন্যাটিকে কোলে তুলে আদর করেন। আশীর্বাদস্বরূপ উপহারও তুলে দেন। তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন মুখ্যমন্ত্রী। তখন সন্তানের নামকরণের আবদার করেন শম্পাদেবী। দু’টি নাম দেন মমতা। বলেন, ইচ্ছেমতো বেছে নিতে পারেন। শেষপর্যন্ত ‘ঐশী’ নামটাই পছন্দ হয়।

স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) স্নেহে আপ্লুত মা শম্পা ধারার চোখ ছলছল করছিল। শম্পাদেবী জানান, বহুদিন ধরেই তাঁর ইচ্ছা ছিল, মুখ্যমন্ত্রীর হাতেই মেয়ের নামকরণ হোক। সেই আশাতেই এদিন প্রায় তিন ঘণ্টা ধরে বিধানসভার লবিতে অপেক্ষা করেন। অবশেষে মুখ্যমন্ত্রী যখন তাঁর মেয়েকে ‘ঐশী’ নামে ডাকেন, সেই মুহূর্তটি তাঁর জীবনের সেরা স্মৃতি হয়ে রইল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement