Advertisement
Advertisement

Breaking News

Jagdeep Dhankhar

‘রাজ্যে এক বস্তা সিমেন্টও নিজের ইচ্ছেয় কেনা যায় না’, ‘সিন্ডিকেটরাজ’ নিয়ে তোপ ধনকড়ের

রাজ্য সরকারি কর্মীদেরও হুঁশিয়ারি দেন রাজ্যপাল।

WB Governor Jagdeep Dhankhar again criticize State government over syndicate | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 6, 2021 1:46 pm
  • Updated:February 6, 2021 2:10 pm

কলহার মুখোপাধ্যায়: ফের রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার সেন্ট জেভিয়ার্সের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে রাজ্যের সিন্ডিকেট (Syndicate) রাজ নিয়ে সরব হন রাজ্যপাল। তাঁর অভিযোগ, “রাজ্যে নিজের ইচ্ছায় ইট এবং সিমেন্ট কেনা যায় না। সিন্ডিকেট ধরে চলতে হয়।” পাশাপাশি, রাজ্য সরকারি কর্মীদেরও হুঁশিয়ারি দেন তিনি।

এদিন সেন্ট জেভিয়ার্সের নিউটাউন ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar)। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেভারেন্ড ফেলিক্স রাজও। সমাবর্তন অনুষ্ঠান থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে সিন্ডিকেট রাজ নিয়ে ক্ষোভ উগড়ে দেন রাজ্যপাল। তাঁর কথায়, “রাজ্যে দু’টি ইট এবং এক বস্তা সিমেন্ট কিনতে গেলেও আপনি নিজের ইচ্ছেয় কিনতে পারবেন না। আপনাকে সিন্ডিকেট ধরে চলতে হবে। এটা কি চলছে রাজ্যে?”

Advertisement

[আরও পড়ুন : জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে বড় সাফল্য, কলকাতা পুলিশের জালে ৫ প্রতারক]

ধনকড়ের আরও অভিযোগ, “একটা সিন্ডিকেটের দেওয়া এক টুকরো কাগজ দেখিয়ে গোটা রাজ্যে কাজ চলছে। এও কি সম্ভব?” একইসঙ্গে মিডিয়াকে পরামর্শ, “আপনারা সব কিছু দেখান। সরকারের ঠিক করে দেওয়া বিষয় শুধু দেখাবেন না। সবার চোখ খুলে দিন।” এদিনও রাজ্য সরকারের বাণিজ্য সম্মেলন নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। তাঁর কথায়, “এই সম্মেলন করে রাজ্যে কত বিনিয়োগ এল তা তুলে ধরুক মিডিয়া।”

Advertisement

এদিন রাজ্য সরকারি কর্মচারীদেরও ফের একবার সতর্ক করেছেন রাজ্যপাল। ধনকড়ের বক্তব্য, “সরকারি কর্মীদের নিরপক্ষে থাকতে হবে। এটাই আমার নির্দেশ। রাজনীতি করা যাবে না।” সরকারি কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা যদি রাজনীতি করেন, জেনে রাখুন, আপনি যতই নিজেকে চালাক ভাবুন, আপনার কাজের আগেই সেই কথা ঠিক জায়গায় পৌছে গিয়েছে।”

রাজ্য-রাজ্যপালের দ্বন্দ্ব নতুন কিছু নয়। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সেই ফাটল চওড়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সিন্ডিকেটরাজ নিয়ে ধনকড়ের আক্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন : দেড় হাজার কিলোমিটার পাড়ি! বেলঘরিয়ার প্রৌঢ়ার লিভারে নবজীবন দিল্লির তিন গ্রহীতার]

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ