১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

রাজনৈতিক সংঘর্ষে মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 18, 2018 8:33 pm|    Updated: May 18, 2018 8:33 pm

WB govt announces compensation for panchayat poll violence victims’ kin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই রাজনৈতিক সংঘর্ষে মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য সরকার৷ রাজ্যের রাজনৈতিক সংঘর্ষে মৃত ১৪ জনের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে বলে নবান্ন সূত্রে খবর৷ একইসঙ্গে, ভোটের ডিউটিতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হবে বলে জানা গিয়েছে৷

[ঔদ্ধত্যই কাল হল, হারলেন বলরামপুর জেলা পরিষদের বিদায়ী সভাপতি]

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরই নবান্ন থেকে প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের পরিবারকে সাহায্য করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে এ রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ তুলে শাসক দলের সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সাফল্যের দিনে কেন্দ্রকেও পালটা দেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পঞ্চায়েত ভোট নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, সাংবিধানিক পদাধিকারীকে সাজে না৷ বিজেপির কথা শুনে মন্তব্য করেছেন উনি৷ তথ্য যাচাই করেননি৷’’

পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা৷ নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা হাই কোর্টেও দায়ের হয়েছিল মামলা৷ হাই কোর্টের তরফে ভোটের নিরাপত্তা ব্যবস্থা কড়া করার নির্দেশ দেয়৷ ভিন রাজ্য থেকে বাহিনীও আনানো হয়৷ কিন্তু, তাতেও এড়ানো যায়নি মৃত্যু৷ রাজ্যজুড়ে শাসক-বিরোধীর সংঘর্ষে এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ তোলা হলেও সরকারি ভাবে এই সংখ্যা ১৪৷ জানা গিয়েছে, ভোটের অশান্তিতে বলি হওয়া এই ১৪ জনের পরিবারের পাশে দাঁড়াতে দু’লক্ষ টাকা আর্থিক অনুদান মন্ত্রীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে৷

[বিজেপির সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে তৃণমূলের কর্মীরা, দাবি দিলীপের]

এবারের পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে নজিরবিহীন সন্ত্রাসের সাক্ষী থেকেছে বাংলা। নিরাপত্তা ইস্যুতে বিরোধীদের একের পর এক মামলায় কার্যত নাস্তানাবুদ হয়েছে কমিশন। মামলা গড়িয়েছিল সুপ্রিমকোর্ট পর্যন্ত। প্রথমবার তিন দফায় পঞ্চায়েত নির্বাচনের যে বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন, তা বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল, আদৌ ভোট হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। শেষপর্যন্ত কমিশনের নির্ধারিত দিনে অর্থাৎ ১৪ মে এক দফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট হয়৷ কিন্তু, অশান্তি এড়ানো যায়নি৷ রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২৪ জন৷ বুধবার ৫০০-র বেশি বুথে পুনর্নির্বাচনের পর শুক্রবার ছিল গণনা ও ফল ঘোষণা৷ রাজ্যের সিংহভাগ জেলাতেই জিতেছে শাসক দল৷ পঞ্চায়েত ভোটে দলের এই বিপুল সাফল্যে দৃশ্যতই খুশি তৃণমূলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই জয়কে রাজনৈতিক শহিদদের উৎসর্গ করেছেন তিনি৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে