BREAKING NEWS

১৭ চৈত্র  ১৪২৯  শনিবার ১ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

অব্যাহত পঞ্চায়েত নির্বাচন মামলার জট, ডিভিশন বেঞ্চে যাচ্ছে বাম-কংগ্রেস

Published by: Sangbad Pratidin Digital |    Posted: April 26, 2018 3:06 pm|    Updated: October 27, 2018 5:26 pm

WB panchayat poll row deepens, CPM-Congress to move Calcutta HC  division bench

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে এবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল বাম-কংগ্রেস নেতৃত্বে৷ সব কিছু ঠিকঠাক থাকলে আগামিকাল, শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা৷ বৃহস্পতিবার সকালে বাম-কংগ্রেসের মামলা দায়েরের ঘটনায় ফের বাধাপ্রাপ্ত হতে পারে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশের কর্মসূচি৷ সেক্ষেত্রে কি আরও পিছিয়ে যেতে পারে মামলা? নাকি তার আগেই রাজ্যের দেওয়া প্রস্তাব মেনে নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন? আশা-আশঙ্কার দোলাচলে আপাতত ঝুলেই রয়েছে পঞ্চায়েত ভোটের ভাগ্য৷

[পঞ্চায়েত হিংসা নিয়ে দিল্লিতে দরবার রাজ্য বিজেপির]

গত সোমবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে জেলায় জেলায় শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিল কংগ্রেস-বিজেপি। কিন্তু মঙ্গলবার শাসক-বিরোধী দু’পক্ষের বক্তব্য শোনার পর বিরোধীদের অভিযোগ খারিজ করে দেয় বিচারপতি সুব্রত তালুকদারের এজলাস। কংগ্রেসের মামলা আগেই খারিজ করে দেয় আদালত। সেই কারণে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস৷ আজ সকালে কংগ্রেস ও বামেদের তরফে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়৷

[বীরভূমে স্ক্রুটিনি শেষে উধাও ‘ভূতুড়ে প্রার্থী’, ভূত পালিয়েছে দাবি অনুব্রত মণ্ডলের]

নতুন করে মামলা দায়ের হওয়ার পঞ্চায়েত নির্ঘণ্ট প্রকাশ নিয়ে তৈরি হয়েছে নয়া জটিলতা৷ এমনিতেই, রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক করার পরও ভোটের দিনক্ষণ নির্ধারণ করতে করতে পারেনি নির্বাচন কমিশন৷ ফলে, এখনও অব্যাহত পঞ্চায়েত ভোটের ভাগ্য৷ কারণ, রাজ্য সরকার চাইছে এক দফায় ভোট, ১৪ মে। সেখানেই কমিশনের আপত্তি। প্রথমত এক দফায় নয়, কমিশন চায় তিন দফায় ভোট। তাও আবার ১৫ এবং ১৭ তারিখের আগে নয়। রাজ্য ও কমিশন ঐক্যমতে না পৌঁছতে পারলে ফের ঝুলেই থাকবে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা। গত শুক্রবার কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের প্রেক্ষিতে মনোনয়ন দাখিলের বাড়তি সময় ঘোষণা করেছিল কমিশন। সেইমতো সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত নতুন করে মনোনয়ন নেওয়া হয়৷ যদিও ভোট গ্রহণের তারিখ ঘোষিত না হওয়ায় এই মুহূর্তে পুরো বিষয়টি কার্যত অনিশ্চয়তার ঘেরাটোপে। বস্তুত রমজান শুরু হওয়ার আগে আদৌ ভোট করা যাবে কিনা তা নিয়েও ঘোর সংশয় দেখা গিয়েছে৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে