Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

আগামী ৪৮ ঘণ্টায় প্রবল দুর্যোগের আশঙ্কা ১০ জেলায়, ভিজবে তিলোত্তমা?

বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

WB Weather Update: Massive rain likely to occur in next 48 hours | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 20, 2024 11:52 am
  • Updated:February 20, 2024 2:09 pm

নিরুফা খাতুন: সরস্বতী পুজো পেরতেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। উধাও হয়েছে শীতের আমেজ। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা। বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমাও।

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। যা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগোবে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই দুইয়ের সংঘাতেই বৃষ্টি ও আবহাওয়ার বদল হবে বাংলায়। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। প্রভাব পড়তে পারে সংলগ্ন জেলায়। বুধবার বজ্রবিদ্যুৎ -সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisement

[আরও পড়ুন: মুখের এমন অবস্থা! ‘প্লাস্টিক সার্জারি’র খোঁটাতেই চটলেন আয়েশা টাকিয়া, দিলেন কড়া জবাব ]

দক্ষিণবঙ্গের পাশাপাশি মঙ্গল থেকেই বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দুর্যোগের সম্ভাবনা তিনজেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন স্থানে। মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ