Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

অবশেষে তিলোত্তমায় শীতের আমেজ! তাপমাত্রা নামল ১৬-র ঘরে

সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। মাঝ ডিসেম্বরে জাঁকিয়ে শীত পড়বে তিলোত্তমাতেও। তবে রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। ভাসতে পারে দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের ৫ জেলা।

WB Weather Update: Temperature likely to decrease in next few days

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 6, 2024 10:06 am
  • Updated:December 6, 2024 10:29 am  

নিরুফা খাতুন: অবশেষে কলকাতায় শীতের আমেজ। শুক্রবার রাজ্যজুড়ে অনুভূত হল শীতের শিরশিরানি। একধাক্কায় কলকাতার তাপমাত্রা নামল ১৬-র ঘরে। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। মাঝ ডিসেম্বরে জাঁকিয়ে শীত পড়বে তিলোত্তমাতেও। তবে রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। ভাসতে পারে দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের ৫ জেলা।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার আরও খানিকটা নামতে পারে কলকাতার তাপমাত্রা। পারদ নামতে পারে ১৫ ডিগ্রিতে। তাপমাত্রা নামতে দক্ষিণবঙ্গের অন্যান্যজেলাতেও। কুয়াশার চাদরে মুড়বে চারপাশ। তবে রবিবারে ফের হাওয়া বদলের সম্ভাবনা। সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা ফের বাধা হয়ে দাঁড়াবে শীতে। পাশাপাশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও। জানা গিয়েছে, সোমবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।

Advertisement

সপ্তাহান্তে দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি পাহাড়ে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। উল্লেখ্য, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা মহারাষ্ট্রে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তামিলনাডু, পুদুচেরিতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সমতলে প্রভাব পড়বে রবিবার অর্থাৎ ৮ ডিসেম্বর। তুষারপাতের সম্ভাবনা জম্বু কাশ্মীর লাদাখ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement