নিরুফা খাতুন: জাঁকিয়ে ঠান্ডায় কাঁপছে কলকাতা। সপ্তাহান্তে স্থায়ী হবে শীত। আজ, শনিবার পারদ নেমেছে ১২ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আজই মরশুমের শীতলতম দিন। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া বদলের পূর্বাভাস নেই। তবে আগামী সপ্তাহে চড়বে পারদ। অর্থাৎ পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা কম।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। গত বছর এইদিনে কলকাতার পারদ নেমেছিল ১২.৮ ডিগ্রির ঘরে। তবে আগামিকাল বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ কমবে উত্তুরে হওয়ার দাপট। বাড়বে পূবালী হওয়ার প্রভাব। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকবে। আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে। নতুন সপ্তাহের শুরুতেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তিনদিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পারদ চড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
রবিবার বাড়বে কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। ঘন কুয়াশায় উত্তরবঙ্গের দৃশ্যমানতা নামবে ৫০ মিটারের কাছাকাছি। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে।
দক্ষিণেবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রবি ও সোমবার দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.