স্টাফ রিপোর্টার: এবার শৃঙ্খলার পাঠ সিভিক ভলান্টিয়ারদের। দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। আইন-শৃঙ্খলার দায়িত্ব কীভাবে সামলাতে হয়, চাকরির সময় কীরকমভাবে শৃঙ্খলাপরায়ণ হিসাবে থাকা উচিত, কী করা উচিত ও কী করা উচিত নয়, বিভিন্ন আইনের ধারায় কী কী বলা আছে, এ সব বিষয়েই বিশদে পাঠ দেওয়া হবে সিভিক ভলান্টিয়ারদের।
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে যৌথভাবে এই প্রশিক্ষণ দেওয়া হবে। চলবে ৪৫ দিন ধরে। জানুয়ারি মাস থেকেই এই প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে রাজ্যের। নবান্ন সূত্রে
খবর, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে এবিষয়ে উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, সিভিক ভলান্টিয়ারদের আচরণ নিয়ে নানা সময়ে প্রশ্ন ওঠে শহর থেকে জেলা সর্বত্র। তাঁদের বিরুদ্ধে অভিযোগও নেহাত কম নয়। কখনও কখনও কারও কারও ঔদ্ধত্য সব মাত্রা ছাড়িয়ে যায়। এসব কিছু এবার নিয়ন্ত্রণে আনতেই সিভিকদের প্রশিক্ষণের সিদ্ধান্ত। সম্প্রতি আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ও পেশায় সিভিক ভলান্টিয়ার ছিলেন।
নবান্ন সূত্রের খবর, এই সিভিক ভলান্টিয়ারদের আইনশৃঙ্খলার দায়িত্ব সামলানো থেকে শুরু করে নিয়ম-শৃঙ্খলা মানা পর্যন্ত সবকিছু নিয়েই প্রশিক্ষণ দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে কী করণীয় এবং কোন কাজ করা উচিত নয় তা নিয়েও পাঠ দেওয়া হবে। এমনকী আইনের নানা ধারা যা প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই লাগে সে বিষয়েও সম্যক পাঠ দেওয়া হবে। শহর থেকে জেলা সিভিক ভলান্টিয়ারদের আরও সক্রিয় করতেই সরকারের এই সিদ্ধান্ত, মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.