Advertisement
Advertisement

Breaking News

উচ্চ মাধ্যমিক

ভোটগণনার পরই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, দিনক্ষণ জানাল সংসদ

কবে ফল ঘোষণা?

West Bengal Higher Secondary exam results to be announced on 27 May
Published by: Subhajit Mandal
  • Posted:May 13, 2019 6:30 pm
  • Updated:May 13, 2019 6:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের ফলের পরপরই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। পর্ষদ সূত্রের খবর আগামী ২৭ মে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে। সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন। সকাল সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে মিলবে ফলাফল। সেদিনই স্কুলে স্কুলে দেওয়া হবে মার্কশিট। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি।শেষ হয় ১৩ মার্চ। অর্থাৎ, পরীক্ষার ৭৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল।

[আরও পড়ুন: শেষ দফার আগে পুলিশের সঙ্গে বৈঠক ডেপুটি নির্বাচন কমিশনারের]

প্রতি বছরের মতো এবছরও সাংবাদিক বৈঠক করে প্রথম দশ স্থানাধিকারির মেধাতালিকা প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সাংবাদিক বৈঠকের পরই ফলাফল প্রকাশিত হবে ওয়েবসাইটে। পর্ষদ নির্ধারিত ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিলেই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল। ওই একই দিনে সংসদ জানিয়ে দেবে আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার দিন জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার প্রায় ৮৮ দিনের মাথায় আগামী ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ৷ গত বুধবার বিজ্ঞপ্তি দিয়ে একথা ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ৷ ওইদিন সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে মেধাতালিকা প্রকাশ করবেন পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷

Advertisement

[আরও পড়ুন: ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর গাড়িতে তল্লাশি, তুঙ্গে উত্তেজনা]

এবারের উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮,১৬,২৩৪ জন। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে কমিশন। পরীক্ষার হলে প্রবেশের সময় কারও কাছে মোবাইল পাওয়া গেলে, তা বাজেয়াপ্ত হবে। এবং অপরাধের গুরুত্ব বিবেচনা করে, তার রেজিস্ট্রেশন বাতিল হতে পারে আজীবনের জন্য, এমন হুঁশিয়ারিও দিয়ে রেখেছিল সংসদ। শেষ পর্যন্ত প্রশ্নফাঁস এড়ানো গিয়েছে। পরীক্ষাও মিটেছে কার্যত নির্ঝঞ্ঝাটে। এবার ফলপ্রকাশের পালা। আগামী ২৭ মে সকাল সাড়ে দশটার পরই নির্ধারিত হয়ে যাবে ওই ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভাগ্য।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ