BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ, বাতিলের পথে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক

Published by: Tiyasha Sarkar |    Posted: June 4, 2021 6:38 pm|    Updated: June 4, 2021 7:36 pm

West Bengal may cancel Madhyamik, Higher-Secondary exams due to corona crisis | Sangbad Pratidin

ফাইল ছবি।

দীপঙ্কর মণ্ডল: করোনা (Corona Virus) পরিস্থিতিতে চলতি বছরে মাধ্যমিক (Madhyamik Exam 2021) ও উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam 2021) হবে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সংশয়ে পরীক্ষার্থীরা। তবে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জুলাইয়ে হবে উচ্চমাধ্যমিক ও আগস্টে মাধ্যমিক। ফলে কিছুটা স্বস্তি পেয়েছিলেন অভিভাবক ও পড়ুয়ারা। এই পরিস্থিতিতেই কানাঘুষো শোনা যাচ্ছে, বাতিলের পথেই দুই পরীক্ষা।  যদিও এখনও এবিষয়ে রাজ্যের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের আনুমানিক সময় ঘোষণার পরই করোনা পরিস্থিতি বিবেচনা করে CBSC বাতিলের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে বাতিল করা হয় আইএসসিও (ISC)। এদিকে রাজ্যের পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। দফায় দফায় বৈঠক করেন ওই কমিটির তিন সদস্য। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে রিপোর্টও। কী রয়েছে তাতে? জানা গিয়েছে, সেখানে বলা হয়েছে করোনা পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ পড়ুয়াদের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হলে ঝুঁকি থাকছেই।  তাই রিপোর্টে পরীক্ষা বাতিলের সুপারিশ করা হবে ওই বিশেষজ্ঞ কমিটির তরফে। 

[আরও পড়ুন: ‘মানসিক অবসাদে সিদ্ধান্ত’, লিভ ইন পার্টনারের বাড়িতে ‘আত্মহত্যা’র আগে ভয়েস রেকর্ড মহিলার]

পাশাপাশি কীভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরি করা যেতে পারে, তাও বর্ণনা করা হয়েছে বলেই খবর। যেহেতু ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রজেক্টের ১০ নম্বর জমা পড়ে গিয়েছে পর্ষদে। তাই বাকি নবম শ্রেণির রেজাল্টের ভিত্তিতে এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের ফাইনাল মার্কশিট তৈরির পরামর্শ দেওয়া হবে।  উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও প্রজেক্ট জমা পড়ে গিয়েছে সংসদে। যেহেতু চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা করোনার জেরে একাদশের পরীক্ষাও দিতে পারেনি, সেই কারণে তাদের জন্য হোম অ্যাসাইনমেন্ট অর্থাৎ বাড়ি বসেই যদি আরও কোনও প্রজেক্ট করানো যায়, তার ভিত্তিতে মার্কশিট তৈরি করা যেতে পারে। তবে এটা বিশেষজ্ঞ কমিটির সুপারিশ। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: বিমানভাড়া ফেরত নিতে গিয়ে অনলাইনে প্রতারণার শিকার তরুণী, গায়েব ৬৬ হাজার টাকা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে