Advertisement
Advertisement

Breaking News

রাজ্য পঞ্চায়েত সম্মেলন শুরু হচ্ছে আজ, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

একশো দিনের কাজে সেরার শিরোপা পাচ্ছে হুগলি জেলা৷

West Bengal Panchayet Sammelan starts from today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 3, 2017 4:11 am
  • Updated:June 22, 2022 3:45 pm

স্টাফ রিপোর্টার: পঞ্চায়েতের সবকটি স্তরকে নিয়ে রাজ্য সরকারের প্রথম সামগ্রিক সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার৷ শনিবার পর্যন্ত চলবে সম্মেলন৷ আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েতের ভোট৷ সেই প্রেক্ষিতে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ পঞ্চায়েতের কাজের ফলেই রাজ্যে সবথেকে বেশি মানুষ উপকৃত হন, তাই এই ক্ষেত্রে বেশি জোর দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চালু করা হয়েছে বহু প্রকল্পও৷

(রাজ্যস্তরের নেতাদের নিয়েই শহিদ মিনারে বিজেপির সভা)

ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই পঞ্চায়েতের কাজে আরও গতি আনতে চান মুখ্যমন্ত্রী৷ দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে এ ব্যাপারে তাঁর কথাও হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ সম্মেলন থেকে প্রতিনিধিদের সেই বার্তাই দেওয়া হতে পারে৷ হাজির থাকবেন প্রায় পনেরো হাজার প্রতিনিধি৷ পাশাপাশি নেতাজি ইন্ডোরের সভায় বিভিন্ন ক্ষেত্রে একাধিক গ্রাম পঞ্চায়েত, সমিতি ও জেলা পরিষদকে পুরস্কৃত করা হবে৷ একশো দিনের কাজে সেরার শিরোপা পাচ্ছে হুগলি জেলা৷ এছাড়াও পশ্চিম মেদিনীপুর ও অন্য কয়েকটি জেলা আলাদা আলাদা বিভাগে সেরা হয়েছে৷ একইভাবে নির্মল বাংলা, একশো দিনের কাজ, প্রশাসনিক দক্ষতা-সহ কিছু বিভাগে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকেও পুরস্কৃত করা হবে৷ দুই দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী৷ সভাপতিত্ব করবেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং জনস্বাস্হ্য কারিগরি দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ সংশ্লিষ্ট সব বিভাগের মন্ত্রী, সচিব ছাড়াও থাকবেন সাংসদ মুকুল রায়, জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা৷

Advertisement

দফতর সূত্রে খবর, মোট ১৮টি প্রকল্প নিয়ে আলোচনা হবে সম্মেলনে৷ মন্ত্রী বলেছেন, “কাজের গতি কীভাবে আরও বাড়ানো যায়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হবে৷ তৃণমূলস্তরে কাজ করতে কোনও সমস্যা হচ্ছে কি না, তা শোনা হবে৷ পাশাপাশি সমাধানের পথও বাতলে দেওয়া হবে৷” কেন্দ্রের নোট বাতিলের প্রেক্ষিতে গ্রামের মানুষের ক্ষতির বিষয়ে নিজেদের মত জানাতে পারেন প্রতিনিধিরা৷ চলতি বছরেই প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেবেন কর্তারা৷ প্রশাসন সূত্রে খবর, গ্রামের মানুষের কথা ভেবেই আগামী বছরের ভোট এগিয়ে আনার ব্যাপারে ভাবনাচিন্তা করছে সরকার৷ সেক্ষেত্রে ভোট তিন-চার মাস আগেই হতে পারে৷ তাই কাজ ফেলে রাখতে চাইছেন না আধিকারিকরাও৷ দফতরের সচিব সৌরভ দাস দফতরের কাজের কিছু তথ্য তুলে ধরবেন৷ উদ্বোধন-পর্বের পর আলোচনায় বিভিন্ন স্তরের প্রতিনিধিরা নিজেদের সমস্যা ও মতামত জানানোর সুযোগ পাবেন৷

Advertisement

(ভোট প্রচারের সময় আইএস জঙ্গিদের নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ