Advertisement
Advertisement
Calcutta HC

ফাঁকা পদে এখনও নিয়োগ নয় কেন? শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের উপর ক্ষুব্ধ হাই কোর্ট

মঙ্গলবার দুপুরেই রিপোর্ট চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Why vacant posts not fulfilled? High Court dissatisfies on Police Commissionerate of Siliguri | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 18, 2023 6:25 pm
  • Updated:September 18, 2023 6:48 pm

গোবিন্দ রায়: মেখলিগঞ্জের স্কুলে শিক্ষিকা (Teacher) পদ থেকে মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী চাকরিতে বরখাস্ত হওয়ার পর সেই জায়গা এখনও ফাঁকা। চার মাস পরও যোগ্য প্রার্থী অনামিকা রায়ের নিয়োগ হয়নি। সোমবার কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, পুলিশ ভেরিফিকেশন (Police Verification) রিপোর্ট অসম্পূর্ণ থাকায় নিয়োগপত্র দেওয়া যায়নি। কেন এখনও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট অসম্পূর্ণ? শিলিগুড়ি (Siliguri) পুলিশ কমিশনারেটের কাছে রিপোর্ট চেয়ে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বেলা ১২টার মধ্যে রিপোর্ট চাইলেন তিনি।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরুর পর প্রথম কোপ পড়ে মন্ত্রীকন্যা অঙ্কিতার চাকরিতে। পরেশ অধিকারী রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। সেই সূত্রে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরবর্তীতে উচ্চ আদালত (Calcutta HC) অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করে সমস্ত বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তাঁর জায়গায় অনামিকা রায় নামে এক চাকরিপ্রার্থী যোগ দেবেন বলে জানা যায়। পরেশ অধিকারীও মন্ত্রিত্ব খোয়ান। এবার অঙ্কিতার ফাঁকা জায়গায় এখনও কেন কেউ যোগ দিলেন না?

Advertisement

[আরও পড়ুন: আলোচনা চলছে ২৭ বছর ধরে, ব্যর্থ চারটি সরকার, কেন গুরুত্বপূর্ণ মহিলা সংরক্ষণ বিল?]

সোমবার এই মামলায় মধ্যশিক্ষা পর্ষদের জবাবে ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়, এখনও পুলিশ ভেরিফিকেশন না হওয়ায় অনামিকা রায়কে নিয়োগপত্র দেওয়া যায়নি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কাছে রিপোর্ট চান তিনি। বলেন, ”যদি পুলিশ বিরূপ রিপোর্ট দেয়, তাহলে আমি আরও একটা তদন্তের নির্দেশ দেব। উনি তো চাকরিপ্রার্থী, জঙ্গি তো নন। আসল জঙ্গি আসলে তো পালিয়ে যাবে। অনন্তনাগে পাঠিয়ে দেব।” 

[আরও পড়ুন: দুর্গাপুজোয় রাজ্যের ক্লাবগুলিকে অনুদান, ‘খয়রাতি কেন?’, হাই কোর্টে ফের মামলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement