Advertisement
Advertisement

Breaking News

‘প্রধানমন্ত্রী হওয়ার সব গুণ আছে মমতার’, প্রশংসায় পঞ্চমুখ যশবন্ত

সোমবার বিরোধী বৈঠকের মধ্যমণি হতে চলেছেন মমতা।

Yashwant Sinha hails Mamata
Published by: Subhajit Mandal
  • Posted:December 9, 2018 8:10 pm
  • Updated:December 9, 2018 8:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন বাদেই দিল্লিতে বিরোধী জোটের বৈঠক। সেই জোটে আবারও মধ্যমণির ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে আরও একবার মমতাকে প্রধানমন্ত্রী করার দাবি জোরাল করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। রবিবার কলকাতায় তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল আয়োজিত ‘আইডিয়া অব বেঙ্গল’ শীর্ষক আলোচনাচক্রে এসে বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য বলেন, দেশের প্রধানমন্ত্রী হওয়ার সমস্ত গুণ রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

[রাম মন্দিরের দাবিতে দিল্লিতে দেড় লক্ষ মানুষের জমায়েত, স্তব্ধ রাজধানী]

দীর্ঘদিন ধরেই মোদি সরকারের সমালোচনা করে আসছেন বিজেপির একসময়ের দাপুটে নেতা। এর আগে একাধিকবার তৃণমূলনেত্রীর প্রশংসাও শোনা গিয়েছে যশবন্ত সিনহার মুখে। কিন্তু মমতার প্রধানমন্ত্রিত্ব নিয়ে এই প্রথম মুখ খুললেন। তিনি বলেন, নোট বাতিলের সিদ্ধান্ত ছিল ভাবনা চিন্তাহীন। আমরা জানি, তুঘলকও কোনও কিছু না ভেবে সিদ্ধান্ত নিতেন। এই সরকারের বদল দরকার। মমতার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার মতো সব গুণই আছে।” এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে আর ফিরতে চান না যশবন্ত সিনহা। ২০১৯-এর লোকসভা নির্বাচনে লড়ারও সম্ভাবনা খারিজ করে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “এখন ২০১৯-এ ভোটে লড়ার কোনও পরিকল্পনা নেই। সময় বদলালে সব কিছুই হতে পারে। বিজেপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক দল প্রচারে ডাকলে অবশ্যই যাব।”

Advertisement

[প্রয়োজন পড়লে ফের সার্জিক্যাল স্ট্রাইক, ঘোষণা সেনাকর্তার]

এদিকে পাঁচ রাজ্যের ফল ঘোষণার আগেই সোমবার দিল্লিতে বিরোধীদের মেগা-শো। চন্দ্রবাবু নায়ডুর ডাকা বিরোধী দলগুলির বৈঠকে হাজির হতে চলেছেন বিরোধী শিবিরের তাবড় তাবড় নেতারা। থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীরও থাকার সম্ভাবনা রয়েছে, তবে তারা না থাকলেও কংগ্রেসের শীর্ষ নেতারা থাকবেনই। তাছাড়া মমতার আলাদা করে সোনিয়ার সঙ্গে বৈঠক করারও সম্ভাবনা আছে। মূলত লোকসভা ভোটের রণকৌশল এবং সংসদের শীতকালীন অধিবেশন নিয়েও আলোচনা হবে। তবে, সবার নজর আপাতত পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের দিকে। বিরোধীদের রণকৌশলও এই ফলাফলের উপরেই নির্ভর করবে খানিকটা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement