Advertisement
Advertisement

Breaking News

‘সাহসী’ মেয়েকে ফেরাতে মোদি-মমতাকে চিঠি ডিসুজা পরিবারের

“আমাদের সাহসী মেয়েকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন৷” দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন অসহায় বাবা৷

Zudith's family writes letter to Modi and Mamata, seeks help to get her daughter back
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2016 10:45 am
  • Updated:June 22, 2022 5:15 pm

স্টাফ রিপোর্টার: “আমাদের সাহসী মেয়েকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন৷” দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন অসহায় বাবা৷ চারদিন আগে কলকাতার ডেনজিল ডি সুজার মেয়ে জুডিথ অপহৃত হয়েছেন কাবুলে৷ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধামন্ত্রী ছাড়াও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনকেও চিঠি দিয়েছেন তাঁরা৷
চিঠিতে তাঁরা লিখেছেন, ‘নিশ্চয় বুঝতে পারছেন জুডিথের অপহরণের খবর আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে৷ আমাদের পরিবারের উপর শোকের ছায়া নেমে এসেছে৷’ বাবার আর্তি, ‘কিছুদিন বাদেই তাঁর দেশে ফেরার কথা ছিল৷ এখনও আমরা তার ফেরার পথ চেয়ে বসে৷’ চিঠিতে নিজের মেয়েকে ‘গর্বিত ভারতীয়’ বলে সম্বোধন করে জুডিথের পরিবার লিখেছে, আফগানিস্তানের প্রান্তিক মানুষের উন্নতির স্বার্থে ভারতের দূত হিসাবে কাজ করত জুডিথ৷
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বাংলার উষ্ণতার প্রশংসা করেছে জুডিথের পরিবার৷ বলেছে, ‘এই শহরে অনেকদিন ধরে বাস করছি আমরা৷ এই দুর্দিনে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছেন তাতে আমরা আপ্লুত৷’ প্রসঙ্গত একটি বক্তৃতায় মোদি বলেছিলেন, প্রতিটি ভারতীয় চায় প্রতিবেশী দেশ আফগানিস্তানের উন্নয়ন৷ মোদির কথায় সুর মিলিয়ে জুডিথের পরিবার জানিয়েছে, সেই উন্নয়নে অংশ নিতেই তো জুডিথ গিয়েছিল সে দেশে৷
অন্যদিকে বিষয়টি নিয়ে সোমবার সকালে টুইটারে উদ্বেগ জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ বলেছেন, জুডিথকে খুঁজে পাওয়ার ব্যাপারে দিন-রাত তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা৷ কেন্দ্রের তরফেও সবরকম চেষ্টা করা হচ্ছে৷ “বিষয়টি ভীষণরকম সংবেদনশীল৷ আমরা বুঝতে পারছি, জুডিথের জীবন বিপন্ন৷ তাঁকে উদ্ধার করার চেষ্টায় কোনওরকম ত্রুটি রাখছি না৷ তবে এই মুহূর্তে এর বেশি তথ্য দেওয়াও আমার পক্ষে সম্ভব নয়৷” রবিবারই স্বরাজকে জুডিথের ব্যাপারে টুইটারে প্রশ্ন করেছিলেন জুডিথের এক পারিবারিক বন্ধু৷ জানতে চেয়েছিলেন, জুডিথকে উার করার জন্য কী কী পদক্ষেপ নিয়েছেন তিনি? তারই উত্তরে সোমবার টুইটারে এ-কথা জানান কেন্দ্রীয় বিদেশমন্ত্রী৷
হঠাত্‍ জীবন বিপন্ন হওয়ার কথা লেখায় ভেঙে পড়েছেন জুডিথের পরিবারের লোকেরাও৷ এদিন জুডিথের মামা সৌমেন প্রধান বলেছেন, “সত্যিটা যা-ই হোক তা আমরা জানতে চাই৷” তবে কি খারাপ কোনও খবরের ইঙ্গিত দিচ্ছে বিদেশ মন্ত্রক? জুডিথের মামার কথায়, “আফগানিস্তান সম্বন্ধে আমাদের সকলেরই একটা ধারণা রয়েছে৷ সে দেশে তালিবানদের মতো জঙ্গি সংগঠন রয়েছে৷ তবে আমার ভাগ্নির যা-ই হোক আমরা সত্যিটা শুনতে চাই৷”

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ