Advertisement
Advertisement

Breaking News

গরু পাচারকারী সন্দেহে ফের গণপিটুনি, রাজস্থানের আলওয়ারে মৃত ১

গণপিটুনিতে গুরুতর জখম আরও ১ জন।

Cow vigilantes lynched man in Rajasthan’s Alwar

প্রতীকী ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2018 1:06 pm
  • Updated:July 21, 2018 1:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজবের জেরে গণপিটুনিতে প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন দেশের সর্বোচ্চ আদালত৷ ঘটনা রুখতে তৎপর কেন্দ্র৷ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো মেসেজ চালাচালিতে রাশ টানতে বদ্ধপরিকর সরকার৷ শুক্রবারই মেসেজ ফরওয়ার্ডিংয়ের ক্ষেত্রেও রাশ টেনেছে হোয়াটসঅ্যাপ৷ এরই মাঝে আবারও গরু পাচারকারী সন্দেহে গণপিটুনিতে মৃত্যু৷ এবার ঘটনাস্থল রাজস্থানের আলওয়ার৷

[৮৪-র শিখ দাঙ্গার থেকে বড় গণপিটুনি দেশে ঘটেনি, সংসদে কংগ্রেসকে কটাক্ষ রাজনাথের]

[শিশুচোর সন্দেহে ৩ সাধুকে গণপিটুনির হাত থেকে রক্ষা করল সেনা]

গরু পাচারকারী সন্দেহে গণপিটুনিতে মৃতের নাম আকবর খান৷ শুক্রবার রাতে আরও একজনকে সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছিলেন আকবর৷ তাঁদের সঙ্গে ছিল দু’টি গরুও৷ পাশের গ্রাম থেকেই দুটি গরু নিয়ে আসছিল আকবর ও তাঁর বন্ধু৷ রাত্রিবেলা ওই দুজনকে গরু নিয়ে যেতে দেখেন দেখেন রামগড় গ্রামের বাসিন্দারা৷ এলাকাবাসীরা মনে করেন আকবর ও তাঁরা গরু পাচারের চেষ্টা করছে৷ এরপরই শুরু হয় বেদম মারধর৷ পুলিশ পৌঁছাতে পৌঁছাতেই সব শেষ৷ গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান আকবর৷ আকবরের সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক৷ পুলিশই তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করেছে৷ আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷

[সন্তানের সঙ্গে দেখা করতে গিয়ে শিশুচোর বদনাম, গণপিটুনিও জুটল বাবার কপালে]

আলওয়ারের এএসপি অনিল বেনিওয়াল বলেন, ‘‘আকবরের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ তবে নিহত আকবর ও তাঁর সঙ্গী আদতে গরু পাচারকারী কিনা, তা এখনও স্পষ্ট নয়৷ আকবরের সঙ্গী সুস্থ হলে তাকে জেরা করা হবে৷ গণপিটুনির ঘটনায় যারা জড়িত তাদের খোঁজে গ্রামে তল্লাশি শুরু হয়েছে৷’’

[গণপিটুনি রোখার দায়িত্ব রাজ্যেরই, রাজনাথের বক্তব্যে ক্ষোভ বিরোধীদের]

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলেই পিটিয়ে খুন করা হয় পেহেলু খান নামে এক দুগ্ধ ব্যবসায়ীকে৷ গরু পাচারকারী সন্দেহে গণপিটুনিতে খুনের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে রাজস্থানের আলওয়ার৷ তার আগে গত বছরের নভেম্বরে রেললাইনের পাশ থেকে একজনের দেহ উদ্ধার করা হয়৷ তদন্তে উঠে আসে গরু পাচারকারী সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর পরই ওই ব্যক্তির দেহ রেললাইনের পাশে ফেলে দিয়ে আসা হয়েছিল৷ যদিও উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে এখনও এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷

[ছেলেধরা সন্দেহে গণপিটুনি, কর্ণাটকে প্রাণ গেল Google-এ কর্মরত ইঞ্জিনিয়ারের]

শুধু রাজস্থানের আলওয়ারই নয় শনিবার সকালে গণপিটুনির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রদেশের দেবাস৷ শিশু চোর সন্দেহে এক দম্পতিকে বেধড়ক মারধর করে গ্রামবাসীরা৷ অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাঁদের৷ পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ