Advertisement
Advertisement
Zenfone 6

নেই ফ্রন্ট ক্যামেরা, তাও ঝকঝকে সেলফি উঠবে এই স্মার্টফোনে

কীভাবে জানেন?

Asus ZenFone 6 is coming soon in India with Flip Camera
Published by: Tanujit Das
  • Posted:May 20, 2019 8:27 pm
  • Updated:May 20, 2019 9:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যদি প্রশ্ন করা হয়, নতুন মোবাইল কিনতে গেলে এখন কোন বিষয়টি সবচেয়ে বেশি মাথায় রাখেন ক্রেতারা? উত্তরটা কিন্তু অত্যন্ত সহজ, অবশ্যই ক্যামেরা কোয়ালিটি৷ মোবাইলের ক্যামেরা কতটা ঝকঝকে, তা দেখেই কিন্তু এখন বেশি সংখ্যক ক্রেতা মোবাইল ক্রয় করেন৷ সে কারণেই হয়তো, মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলিও এখন স্মার্টফোনের কোয়ালিটির উপর নজর দিচ্ছে৷ এবং তা দিয়েই ‘সেলফি ফ্রিক’ নব প্রজন্মের ক্রেতাদের আকর্ষণ করতে চাইছে৷ যার জলজ্যান্ত প্রমাণ আসুস কোম্পানির Zenfone 6-এ৷

[ আরও পড়ুন: ভারতে বেড়াতে যে দশটি অ্যাপ আপনার চাই-ই চাই]

Advertisement

আসুস কোম্পানি সূত্রে খবর, নব প্রজন্মের ক্রেতাদের কথা মাথায় রেখেই আরও অত্যাধুনিক ক্যামেরা আনার কথা ভাবতে শুরু করেছে তাঁরা। আরও ভাল করে বলতে গেলে প্রযুক্তির সঙ্গে ক্যামেরার কোয়ালিটি উন্নতির কথা ভাবছে তাঁরা৷ সেক্ষেত্রে স্মার্টফোনে ক্যামেরার সংখ্যা বাড়ানোর থেকেও সেলফি ক্যামেরায় অভিনবত্ব আনার দিকে বেশি নজর দিচ্ছে আসুস৷ সূত্রের খবর, সেলফি ক্যামেরাকে বিদায় জানিয়ে, পরবর্তী সময়ে ব্যাক ক্যামেরায় কিছু বদল আনতে চলেছে সংস্থাটি৷ আরও ভাল করে বলতে গেলে ফ্রন্ট ক্যামেরাকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করেছে আসুস৷ না, ভয় পাওয়ার কিছু নেই! ফ্রন্ট ক্যামেরা না থাকলেও প্রযুক্তির উপর ভর করে ব্যাক ক্যামেরাকেই সেলফি তোলার কাজে লাগানোর চেষ্টা করেছে আসুস৷ অর্থাৎ, ব্যাক ক্যামেরা দিয়েই সেলফিই তুলতে পারবেন ক্রেতারা৷ এবং এই সমস্তটাই থাকতে চলেছে Zenfone 6৷

[ আরও পড়ুন: বাজারে আসছে Redmi-র ল্যাপটপ, জেনে নিন আকর্ষণীয় ফিচার ]

পাশাপাশি ফোনটিতে অত্যন্ত উন্নত সিগনেচার কাচ ও মেটাল ডিজাইন লুক৷ থাকছে ৬.৪ ইঞ্চির এইচডি ডিসপ্লে। স্যামসং, ওপো ভিভো ও ওয়ান প্লাসের সঙ্গে পাল্লা দিতে থাকছে আরও অত্যাধুনিক প্রযুক্তি৷ এছাড়া ফোনটিতে ব়্যামের ক্ষেত্রেও অভিনবত্ব থাকতে চলেছে৷ সূত্রের খবর, ৬ জিবি ও ৮ জিবি র‌্যামের মডেলে বাজারে আসতে চলেছে Zenfone 6। এবং শীঘ্রই ফ্লিপকার্টে অনলাইনে পাওয়া যাবে ফোনটি৷ দাম হবে আনুমানিক ৩৯ হাজার টাকা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement