BREAKING NEWS

১৮ জ্যৈষ্ঠ  ১৪৩০  শুক্রবার ২ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

কম দামে ফিচারে ঠাসা স্মার্টফোন Coolpad Note 5 Lite

Published by: Sangbad Pratidin Digital |    Posted: March 16, 2017 11:53 am|    Updated: March 16, 2017 11:56 am

Coolpad Note 5 Lite will be exclusively available on Amazon

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে আত্মপ্রকাশ করল চিনা সংস্থা কুলপ্যাডের নোট ফাইভ লাইট। ৫ ইঞ্চির টাচস্ক্রিন বিশিষ্ট এই স্মার্টফোনটির রেজোলিউশন ৭২০x১২৮০ পিক্সেল।

১ গিগাহার্ৎজ কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৭৩৫ প্রসেসর সমৃদ্ধ এই ফোনের র‍্যাম ৩ জিবি। ইন্টারনাল মেমোরি ১৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই হ্যান্ডসেটে। কম আলোয় সেলফি তোলার জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশ।

[মাত্র ৫ হাজারে ভারতে Redmi 4A আনছে Xiaomi]

কুলপ্যাড নোট ফাইভ লাইট-এ রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০, সঙ্গে ২৫০০ এমএএইচ নন রিমুভেবল ব্যাটারি। মেটাল বডির হ্যান্ডসেটটির ওজন ১৪৮ গ্রাম। বাড়তি নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

[Jio-কে টেক্কা! খুব সস্তায় রোজ ২ জিবি করে ডেটা দিচ্ছে BSNL]

coolpad_web-2

এই ফোনে মিলবে ডুয়াল সিন কানেক্টিভিটি। ফোর-জি মডেলের অন্যান্য সমস্ত সুযোগ সুবিধাই বর্তমান। মিলছে একমাত্র ই-কমার্স সাইট আমাজন-এ। বিক্রি শুরু হবে ২১ মার্চ থেকে। ভারতে ফোনটির দাম ৮, ১৯৯ টাকা।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে