১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

গামছায় ব়্যাম্প মাতালেন অরিন্দম-নয়নিকা-অরিজিৎরা, কারিগর বিবি রাসেল

Published by: Sandipta Bhanja |    Posted: June 5, 2023 1:00 pm|    Updated: June 5, 2023 1:00 pm

Arindam Sil, Arijit Dutta walks on ramp for Bibi russell | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যামেরার নেপথ্য থেকে পরিচালক অরিন্দম শীল এবার শো স্টপার। র‌্যাম্প মাতালেন প্রিয়া সিনেমাহলের কর্ণধার অরিজিৎ দত্ত-ও। পাশেই উজ্জ্বল উপস্থিতি জনপ্রিয় মডেল নয়নিকা চট্টোপাধ্যায়ের। যার নেপথ্যের কারিগর বিবি রাসেল।

রবিবার, EFL অ্যাওয়ার্ডস-এর জন্য শনিবারই ঢাকা থেকে কলকাতায় পা রেখেছিলেন বিবি রাসেল। যে অনুষ্ঠানের আয়োজন হয় বাইপাশের এক ঝাঁ চকচকে মলে। সেই ফ্যাশন শোয়েই বিবি রাসেলের ডিজাইন করা গামছা পোশাকে দেখা গেল অরিন্দম শীলকে। ততোধিক কেতাদুরস্থ পোশাকে র‌্যাম্পে হাঁটলেন অরিজিৎ দত্ত।

বিবি রাসেলের তৈরি পাঞ্জাবি-কুর্তা, রাফেলড শাড়ি কিংবা গামছা বান্দানায় দিব্যি জমে উঠল ফ্যাশন শো। তবে বিশেষভাবে র‌্যাম্পে নজর কাড়ল ঢাকার রিকশা মোটিফের অনুপ্রেরণায় তৈরি রোদচশমার ফ্রেম। পরিচালক অরিন্দম, নয়নিকা চট্টোপাধ্যায়, অরিজিৎদের সযত্নে সাজিয়ে দিলেন বিবি রাসেল। দেখা গেল সৌরসেমী মৈত্রকেও। 

অরিজিৎ দত্ত আয়োজিত তথা ‘কুচিনা’ নিবেদিত EFL অ্যাওয়ার্ড শোয়ে বিবি রাসেলের পোশাকে সেজে উচ্ছ্বসিত অরিন্দম। বললেন, “বিবি রাসেল খুব কাছের মানুষ। নয়নিকা চট্টোপাধ্যায়ের নির্দেশনায় ব়্যাম্পে হাঁটলাম। ওকে মার্জারসরণিতে আগুন ধরাতে দেখেও বেশ লাগল।”

প্রসঙ্গত, হাল ফ্যাশনে গামছা বছরখানেক ধরেই প্রচলিত। এই রংবাহারি একটুকরো কাপড় এখন আর শুধু গা-মোছার জন্য ব্যবহৃত হয় না। এই গামছা এখন রীতিমতো আন্তর্জাতিক র‌্যাম্প মাতাচ্ছে। আর উন্নয়নশীল দেশের এই গামছাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন যে মানুষটি, তিনি বিবি রাসেল। তাঁর হাত ধরেই মার্জার সরণিতে অচেনা অবতারে ধরা দিলেন অরিন্দম, অরিজিৎরা।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে