৮ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

Durga Puja 2022: ত্বকের ক্ষতির আশঙ্কায় সিঁদুরখেলা বন্ধ? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

Published by: Sayani Sen |    Posted: October 5, 2022 4:40 pm|    Updated: October 5, 2022 4:52 pm

Here are some tips to take care of your skin after sindur khela । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উমার কৈলাসে ফেরার পালা। বনেদি বাড়ি থেকে বারোয়ারি সর্বত্র চলছে মিষ্টিমুখের পর পানপাতা দিয়ে মুখ মুছিয়ে মেয়ের শ্বশুরবাড়ি ফেরার প্রস্তুতি। চলছে সিঁদুরখেলা।

Baran

কিন্তু অনেকেই ইচ্ছা থাকলেও সিঁদুরখেলায় অংশ নেন না। তাঁদের আশঙ্কা ত্বকের সমস্যা হবে না তো? ত্বকের সমস্যার একেবারে সম্ভাবনা নেই তা বলাও যাবে না। কারণ, সিঁদুরে থাকে পারদ, সীসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম-সহ নানা রাসায়নিক। যা ত্বকের ক্ষতি করার জন্য যথেষ্ট। ত্বকে জ্বালা ভাব, চুলকানি, ফুসকুড়ির মতো সমস্যা তৈরি হতে পারে। এমনকী মুখও ফুলে যেতে পারে। তবে তা বলে মন চাইলেও সিঁদুরখেলায় একেবারে অংশ নেবেন না, সে কী হয়? তাই সিঁদুরখেলার আগে এবং পরে নিন ত্বকের বিশেষ যত্ন। আপনার জন্য রইল টিপস।

Sindur Khela

দোলের সময় রং মাখার আগে ত্বকে ময়েশ্চারাইজার মেখে নেন অনেকেই। তাতে রং তুলতে সুবিধা হয়। ঠিক তেমনই সিঁদুর খেলতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার মাখুন।

Moisturizer

[আরও পড়ুন: সাবধান! কন্ডিশনার ব্যবহারের সময় ভুলেও এই কাজগুলি করবেন না]

সিঁদুরখেলা তো হল। এবার প্রশ্ন তুলবেন কীভাবে? সিঁদুরখেলার পর বাড়ি ফিরে ফেসওয়াশ ব্যবহার করুন। ফেসওয়াশে কাজ না হলে মেক আপ রিমুভার ব্যবহার করতে পারেন। তাতেও কাজ না হলে হালকা হাতে স্ক্রাব করা যেতে পারে।

Sindur-Khela

এরপর মুখে টোনার দিন। টোনার মাখার পর ভাল করে শুকিয়ে নিন।

Toner

সিঁদুরখেলার পর ত্বকে জ্বালা অনুভব হওয়া অসম্ভব নয়। জ্বালা করলে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।

ALOVERA

এরপর রাতভর খেয়াল রাখুন। ত্বকের জ্বালাভাব একেবারে না কমলে কোনও চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

Sindur-Khela

[আরও পড়ুন: দেবদেবীর ছবি আঁকা ট্যাটু রয়েছে শরীরে? নিয়ম না মানলে হতে পারে মহাবিপদ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে