Advertisement
Advertisement
Holi 2024

অবাধ্য বাঁদুরে রং! ত্বক ও জামাকাপড় থেকে তাড়ানোর মোক্ষম টিপস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খেলব হোলি, রং দেব না, তাই কখনও হয়?…’ আর সেই রঙেই রঙিন হয়ে বিপত্তি! জামাকাপড় তো ছেড়েই দিন, ত্বক-চুলেরও দফারফা হয়। ঘষতে গিয়ে ছাল-চামড়া উঠে যাওয়ার জোগাড়। কিন্তু রং-বাবাজির যাওয়ার নাম নেই। তাই ঝটপট জেনে নিন বাঁদুরে কিংবা জল রং থেকে মুক্তি পাওয়ার উপায়। Advertisement ১) বাড়িতে মুলতানি মাটি থাকলে সেটাও […]

Holi 2024: How to get rid of Holi colors from your body and clothes
Published by: Sandipta Bhanja
  • Posted:March 25, 2024 5:49 pm
  • Updated:March 25, 2024 5:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খেলব হোলি, রং দেব না, তাই কখনও হয়?…’ আর সেই রঙেই রঙিন হয়ে বিপত্তি! জামাকাপড় তো ছেড়েই দিন, ত্বক-চুলেরও দফারফা হয়। ঘষতে গিয়ে ছাল-চামড়া উঠে যাওয়ার জোগাড়। কিন্তু রং-বাবাজির যাওয়ার নাম নেই। তাই ঝটপট জেনে নিন বাঁদুরে কিংবা জল রং থেকে মুক্তি পাওয়ার উপায়।

১) বাড়িতে মুলতানি মাটি থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এটা রংকে শুকিয়ে দিতে সাহায্য করবে, যা ধুলে সহজেই উঠে যাবে।

Advertisement

২) সামান্য আটা ও তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। সেটাকে কিছুক্ষণ রেখে মুখে মেখে ফেলুন। এরপর হাত দিয়ে সামান্য মাসাজ করুন। এরপরে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন।

Advertisement

৩) রং খেলে এসে মুখে ফেস ওয়াশ দিয়ে ঘষার আগে একটু নারকেল তেল মেখে নিন। এতে রং খানিকটা গলে যাবে। তার পরে সাবান মাখলে সহজেই উঠে যাবে রং।

make up tips

৪) এই বাঁদুরে রং থেকে অনেক সময়ে চুলকানি বা ত্বকের অ্যালার্জি হয়। সেগুলো এড়াতে গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে মেখে নিন। উপকার পাবেন।

[আরও পড়ুন: হোলির পরদিন অফিস? হ্যাংওভার কাটাবেন কী করে? রইল দারুণ টিপস]

৫) দোলের রংয়ের প্রভাব চুলের উপরেও কিছু কম নয়। কীভাবে তুলবেন চুলের রং? দোল খেলে এসেই শ্যাম্পু করতে বসবেন না। বরং ডিমের সাদা অংশ দিয়ে একটি প্যাক তৈরি করে মাথায় মেখে নিন। সেটিকে ৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এভাবে রঙের ক্ষতির হাত থেকে চুলকে অনেকটাই বাঁচানো যাবে।

Hair need conditioner every time, here are some experts tips for you

৬) নখ ও হাতের জেদি রং তুলতে ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। তাতে ব্যবহার করুন লেবুর রস।

৭) আর জামাকাপড় থেকে কীভাবে জেদি রং তুলবেন? সেক্ষেত্রে রং লাগা সাদা জামাটিকে গরম জলে ভিজিয়ে রাখুন। তবে তাতে একটু নন ক্লোরিন ব্লিচ মেশাতে ভুলবেন না। এর পরে সাদা জামাটিকে আলাদা করে কেচে নিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ