Advertisement
Advertisement

Breaking News

WWW-এর ৩০ বছর পূর্তি, নতুন রূপে সাজল গুগল ডুডল

গুগলের হোমপেজে দেখা যাচ্ছে একটি কম্পিউটারের ছবি৷

Google doodle celebrates anniversary of www
Published by: Sayani Sen
  • Posted:March 12, 2019 1:58 pm
  • Updated:March 12, 2019 1:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব৷ যার পথচলা শুরু হয়েছিল ৩০ বছর আগে৷ আজ থেকে ঠিক তিন দশক আগে পৃথিবী ছোট হতে হতে এক্কেবারে আঙুলে চলে এসেছিল৷ একটা ক্লিকেই কেল্লাফতে৷ তার প্রতিফলন ঘটেছে বর্তমানেও৷ কম্পিউটার ছাড়া কিছু ভাবতেই পারেন না আট থেকে আশি কেউই৷ এই দিনটিকে মনে রেখে গুগল ডুডল সেজেছে এক্কেবারে অন্যরকম সাজে৷

[এবার কমিশনের অ্যাপে অভিযোগ জানাতে পারবেন ভোটাররা]

টাইম মেশিনে চড়ে চলুন পৌঁছে যাওয়া যাক ৩০ বছরের আগের দিনগুলিতে৷ সময়টা ১৯৮৯ সালের ১২ মার্চ৷ ৩৩ বছর বয়সি স্যর টিম বার্নার্স লি এক গবেষণাগারে কাজ করছিলেন৷ ওই গবেষণাতেই তিনি তৈরি করলেন ‘Information Management: A Proposal’। তা জানান তাঁর ঊর্ধ্বতনদের কাছে৷ হয়তো বার্নার্স নিজেও জানতেন না কত বড় বিপ্লব ঘটিয়ে ফেলেছেন তিনি৷ তারপর থেকে শুরু হল বদল৷ নেটদুনিয়ার নবজাগরণ বললেও ভুল কিছু হবে না৷ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW মূলত এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, ইউআরএল অ্যাড্রেস এবং এইচটিটিপি-র উপর তৈরি হওয়া একটি অ্যাপ্লিকেশন৷ আবিষ্কারের পর কেটে গিয়েছে তিনটি দশক৷ পরিবর্তনের ৩০ বছরকে উদযাপনের দিন আজ৷ তাই বর্ষপূর্তি উপলক্ষে স্যর টিম বার্নার্স লি-কে শ্রদ্ধা জানাল গুগল৷ এক্কেবারে নতুন রূপে সেজে উঠেছে ডুডল৷ ওই নতুন রূপে গুগলের হোমপেজে দেখা যাচ্ছে একটি কম্পিউটারের ছবি৷ কীভাবে ইন্টারনেটের মাধ্যমে গোটা দুনিয়া পরিচালিত হচ্ছে তাই দেখানো হয়েছে ডুডলের মাধ্যমে৷

Advertisement

[এবার বাজ পড়ার অগ্রিম বার্তা দেবে দামিনী অ্যাপ]

ডিজিটাল দুনিয়ায় পুরনো স্মৃতি ফিরিয়ে আনার কাজে বেশ সফল ডুডল৷ আন্তর্জাতিক নারী দিবসেও সকলকে সম্মান জানিয়েছিল গুগল ডুডল৷ বাংলা, হিন্দি, ইংরাজি-সহ ১১টি ভাষায় মহিলা লেখা হয়েছে৷ এছাড়াও বিভিন্নক্ষেত্রে সফল নারীদের ছবি এবং তাঁদের কথা স্লাইড হিসাবে ডুডলে দেখা গিয়েছিল ওই দিন৷ নারীদের শ্রদ্ধা জানানোর এই উদ্যোগের জন্য প্রশংসিত গুগল৷ 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ